এম.এ খালেক, হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের হালুয়াঘাট পৌরসভায় মাছ মহালের তিনটি পুরাতন টিনসেডের প্রকাশ্যে নিলাম বিজ্ঞপ্তি অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে পৌরসভা কার্যালয়ে ১৭ জন ডাকদাতা দশ হাজার টাকা জনপ্রতি জামানত প্রদান করে প্রকাশ্যে নিলাম ডাকে অংশ গ্রহন করেন।
নিলামে অংশ গ্রহনকারীদের মধ্যে সর্বোচ্চ ডাককারী মোঃ আল-আমিন ৭২হাজার ৫শত টাকা, দ্বিতীয় ডাককারী মোঃ আনার হোসেন ৭১ হাজার ৫শত ও তৃতীয় ডাককারী উজ্বল মিয়া ৭০ হাজার ৫শত টাকা। সর্বোচ্চ ডাককারী মোঃ আল-আমিন কে ৭২ হাজার ৫শত টাকায় মাছ মহালের তিনটি পুরাতন টিনসেডের চাল ও ঘর প্রদান করা হয়।
প্রকাশ্যে নিলাম বিজ্ঞপ্তি পরিচালনা করেন, হালুয়াঘাট পৌরসভার প্রথম নির্বাচিত জননন্দিত মেয়র খায়রুল আলম ভূঞা।
এ সময় উপস্থিত ছিলেন হালুয়াঘাট পৌরসভার সচিব আব্দুল ওয়াদুদ, পৌর প্রকৌশলী ইদ্রিস আলী আকন্দ, প্যানেল মেয়র মোঃ মকবুল হোসেন, কাউন্সিলর মনিরুজ্জামান স্বাধীন, আব্দুল আজিজ, নূর নবী, ফারুক মল্লিক, মোঃ সামছুদ্দিন, আব্দুল্লাহ আল বাতেন রাসেলসহ সকল কাউন্সিলর ও পৌরসভার কর্মকর্তা/কর্মচারী, হালুয়াঘাট প্রেসকাবের সাধারণ সম্পাদক জোটন চন্দ্র ঘোষ, সাংবাদিক বাবুল হোসেন প্রমূখ।