বাকৃবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ ও পদোন্নয়নের নীতিমালা প্রণয়নের নামে নির্দেশিকা প্রেরণের প্রতিবাদে’ মানববন্ধন

প্রকাশিত: ৭:১৮ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০২১

স্বজন ডেক্স :

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ এপ্রিল ১১) ঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি- ২০২১ এর আয়োজনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবন সংলগ্ন করিডরে রবিবার সকাল ১১ঃ০০ টায় ‘UGC কতৃক পাবলিক বিশ্ববিদ্যালয় সমূহে শিক্ষক নিয়োগ ও পদোন্নয়নের নীতিমালা প্রণয়নের নামে নির্দেশিকা প্রেরণের প্রতিবাদে’ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত মানববন্ধনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি- ২০২১ এর সাধারন সম্পাদক প্রফেসর ড. সুবাস চন্দ্র দাস এর পরিচালনায় বাকৃবি গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সভাপতি, নীল দলের সভাপতি ও সোনালী দলের সভাপতি প্রতিবাদ বক্তব্য প্রদান করেন।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি- ২০২১ এর সভাপতি প্রফেসর ড. মোঃ জয়নাল আবেদীন এর সভাপতিত্বে আরো বক্তব্য প্রদান করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যায়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. এ.কে.এম. জাকির হোসেন।
মানববন্ধনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যায়ের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।