মজিবুর রহমান, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ
নেত্রকোণার কেন্দুয়ায় ৫টি সড়কে ৫টি কালভার্ট দীর্ঘদিন ভাঙা থাকায় চরম ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহনসহ পথচারীরা। দীর্ঘদিন ধরে সড়কে এমন অবস্থা বিরাজ করলেও সংস্কারের কোন উদ্যোগ নেওয়া হচ্ছে। ফলে এলাকাবাসী ও পথচারীদের দুর্ভোগ দিন দিন বাড়ছে।
সরজমিনে দেখা যায়, উপজেলার রোয়াইলবাড়ি ইউপির চেংজানা-বঙ্গবাজার হুমায়ুন আহমেদ সড়কে সহিলাটি গ্রামের সামনে একটি কালভার্ট প্রায় ৬মাস আগে ভেঙে যাওয়ায় ওই রাস্তা দিয়ে ছোট-খাট যানবাহন ছাড়া চলে না।
সান্দিকোনা-রেন্টিতলা সড়কে ডাউকী গ্রামের সামনে প্রায় এক বছর ধরে একটি কালভার্ট ভেঙে গেছে। ওই ভাঙা কালভার্টে প্রায়ই দুর্ঘটনা ঘটে। সংকেত হিসেবে ভাঙা কালভার্টের ওপর লাল কাপড় টানিয়ে রাখছে স্থানীয়রা। রামপুর-দলপা গ্রামের রাস্তায় পরিত্যক্ত সিনেমা হলের সামনে কালভার্টটি বহুদিন হয় ভেঙ্গে গেছে।
লোহার পাটাতনের ওপর দিয়ে ঝঁকি নিয়ে ছোট-খাট যানবাহন চলাচল করছে। নওপাড়া-সয়রাপাড়া সড়কের সয়রাপাড়া এলাকায় কালভার্ট এক সাইড ধসে পড়েছে। সম্প্রতি ওই রাস্তাটি সংস্করণর করা হলেও কালভার্ট টি মেরামত করা হয়নি। কেন্দুয়া পৌরশহরের মতির মোড় থেকে রামচন্দ্রপুর সড়কের সেনবাড়ির সামনে কালভার্টটি দীর্ঘদিন ধরে ভাঙা থাকলেও সংস্কার করা হচ্ছে না।
স্থানীয় বাসিন্দারা জানায়,কালভার্ট ভাঙা থাকায় সড়কে জরুরি প্রয়োজনে কোন বড় গাড়ি বা মাইক্রোবাস আনা-নেয়া যায না। তাছাড়া মুমূর্ষু রোগী নিয়ে পড়েন চরম বিপাকে। জরুরি ভিত্তিতে কালভার্টের সংস্কার চান তারা। কেন্দুয়া উপজেলা প্রকৌশলী জাকির হাসান জানান,এসব ভাঙা কালভার্ট ব্যাপারে আমাকে কেউ জানায়নি। খোঁজ নিয়ে কালভার্ট গুলো মেরামত করার ব্যবস্থা করা হবে।