স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে চার মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। তাদের কাছ থেকে ১০ গ্রাম হেরোইন ও একশত ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাতে তাদেরকে গ্রেফতার করা হয়।
ডিবির ওসি শাহ কামাল আকন্দ জানান, মাদকমুক্ত ময়মনসিংহ গড়তে পুলিশ সুপার আহমার উজ্জামানের নির্দেশে ডিবি পুলিশ নিয়মিত মাদক বিরোধী অভিযান চালিয়ে আসছে।এরই অংশ হিসাবে শুক্রবার ডিবির এসআই জাকির হোসেন সংগীয় অফিসার ফোর্সসহ নগরীর আকুয়া গরু খোয়াড় থেকে ১০ গ্রাম হেরোইন সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
তারা হলো, তারাকান্দার বাবুল মিয়া ও কৃষ্টপুর দৌলত মুন্সি রোড বাইলেনের রাশেদুল ইসলাম রাহাত। এছাড়া এসআই আব্দুল জলিল সংগীয় অফিসার ফোর্সসহ নগরীর জিরো পয়েন্ট থেকে আরো দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে একশত ১০ পিচ ইয়াবা টেবলেট উদ্ধার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো, পনঘাগড়ার রায়হান ওরফে পিয়াস ও দাপুনিয়া শষ্যমালার তবিবুল ওরফে মামুন। তাদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা হয়েছে। শনিবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।