স্টাফ রিপোর্টার :
ময়মনসিংহে র্যাবে পৃথক অভিযানে ১১ জুয়াড়ি আটক হয়েছে। এ সময় তাদের কাছ থেকে জুয়ার সামগ্রী ও নগদ আট হাজার টাকা উদ্ধার রে র্যাব। মঙ্গলবার মধ্যরাতে মেজর আখের মুহম্মদ জয় এর নেতৃত্বে এই অভিযান চালানো হয় বলে র্যাব জানায়।
র্যাবের কোম্পানী কমান্ডার জানান, র্যাবের একটি বিশেষ আভিযানিক দল মেজর আখের মুহম্মদ জয় এর নেতৃত্বে ময়মনসিংহ সদরের দাপুনিয়া (শষ্যমালা) এলাকায় জুয়ার আসরে অবিযান চালায়।
এ সময় জুয়াড়ি মোঃ আশরাফুল, আনোয়ার ফারুক, আঃ বারেক, আব্দুস সালাম, মাসুদুজ্জামান ও আলমাসকে জুয়ার সামগ্রী ও নগদ ৫৩৩৫ টাকাসহ আটক করে। অপর অভিযানে জেলা সদরের বয়রা পূর্বপাড়া এলাকা থেকে আরো ৫ জুয়াড়িকে আটক করে র্যাব। আটককৃত জুয়াড়িরা হলো, মোঃ খোকন, তারিকুল ইসলাম, আঃ জব্বার, জালাল উদ্দিন, ভুলন মিয়া ও মোঃ শামীম।
এ সময় তাদের কাছ থেকে ২ হাজার ৮৪০ টাকা ও জুয়ার সামগ্রী উদ্ধার করা হয়। র্যাবের কোম্পানী কমান্ডার আখের মুহম্মদ জয় জানান, আইন শৃংখলা নিয়ন্ত্রণে র্যাবের এ ধরণের অভিযানসহ অন্যান্য অভিযান চলমান রয়েছে।