গফরগাঁওয়ে ডায়রিয়ার প্রকোপ

প্রকাশিত: ৭:২১ অপরাহ্ণ, মে ২০, ২০২১

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা :

ময়মনসিংহের গফরগাঁওয়ে হঠাৎ ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিনিয়ত রোগীর চাপ বাড়তে থাকায় সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক-নার্সররা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়া আক্রান্ত ১১ জন রোগী ভর্তি হয়েছে । উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়া ওয়ার্ডে রোগীদের জন্য জন্য ৬টি সিট আছে। ডায়রিয়া রোগীদের অন্যান্য ওয়ার্ডে অন্য রোগে আক্রান্তদের সাথে রাখা হয়েছে।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাইন উদ্দিন খান মানিক জানান, আবহাওয়া পরিবর্তনের কারনে ডায়রিয়ায় আক্রান্তে সংখ্যা বাড়ছে। আমরা রোগীদের সাধ্যমত সেবা দিয়ে যাচ্ছি। রোগীর চিকিৎসার জন্য হাসপাতালে পর্যাপ্ত ওষুধ ও স্যালাইন সরবারহ রয়েছে। তিনি সকলকে স্বাস্থ্য সম্মত খাবার গ্রহন ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।