ফুলপুর প্রতিনিধি : প্রথম আলো পত্রিকার সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থার প্রতিবাদে ২০ মে বৃহস্পতিবার দুপুরে ফুলপুর প্রেসকাবের উদ্যোগে ভাষা সৈনিক এম শামছুল হক গোলচত্বরে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রেসক্লাব সভাপতি নাজিম উদ্দিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক বিল্লাল হোসাইনের সঞ্চলানায় বক্তব্য রাখেন প্রেসক্লাব সহ সভাপতি ক্বারী সুলতান আহম্মাদ (জাহান), যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ নাফিউল্লাহ সৈকত (যায়যায়দিন), সার্চ মানবাধিকার সোসাইটি জেলা শাখার সভাপতি হযরত আহমেদ সাকিব (খবরপত্র), মানবাধিকার কমিশন ফুলপুর শাখার সভাপতি মোঃ আব্দুল্লাহ, সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের ফুলপুর শাখার সভাপতি ও পৌর কাউন্সিলর তাসনোভা নাছরীন নিশু, সাংবাদিক এমএ মোতালেব সরকার (আমাদের অর্থনীতি), মিজানুর রহমান আকন্দ (আমার সংবাদ), মোস্তফা মিয়া (বাংলাদেশ সমাচার), আজহারুল ইসলাম (দেশেরপত্র), তপু রায়হান রাব্বি (আজকের সংবাদ), বাহার উদ্দিন (আলোকিত দেশ), আকিকুল ইসলাম (ইনকোয়ারী রিপোর্ট), দৌলত খান (অপরাধ সন্ধান), ফুলপুর হিজড়া কমিটির গুরুমা মালা প্রমুখ। উপস্থিত ছিলেন, ধোবাউড়া উপজেলার যুগান্তর প্রতিনিধি আবুল হাসেম, ফুলপুরস্থ সাংবাদিক মোতালেব হোসেন (ফুলতারা), নজরুল ইসলাম ফকির (দেশের খবর), সেলিম রানা (গণমুক্তি), মোখছেদুল হক দুলাল (আলোকিত বাংলাদেশ), আকবর আলী হাবিব (সময়ের আলো), মাজারুল ইসলাম (ব্রহ্মপুত্র এক্সপ্রেস), মোঃ শাকিব মিয়া (সবুজ নিশান), আবু রায়হান (ডেইলি মর্নিংগ্লোরি), মিজানুর রহমান (জবস টিভি), আকিকুল ইসলাম (ফুলতারা), উজ্ঝল চৌধুরী (সুবর্ণ বাংলা), নাজিম উদ্দিন খান (শ্বাশত বাংলা), নুর হোসেন খান (শীর্ষ খবর), বিল্লাল হোসেন (বাংলার দর্পণ), জুয়েল মিয়া (সমাচার), ইব্রাহিম হোসেন (নতুন সকাল), আলমগীর হোসেন (বাংলাদেশ বার্তা), আকিকুল ইসলাম (ফুলপুর), হিজড়া ঝিলিমিল, মুন প্রমুখ।
সভায় রোজিনা ইসলামের অবিলম্বে মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের হেনস্থাকারী দুর্নীতিবাজ কর্মকর্তা বিচার দাবি করা হয়। অনুষ্ঠান শেষে প্রেসকাব সভাপতি ও সাধারণ সম্পাদক উক্ত মানববন্ধনে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, দীর্ঘ সময় অবস্থান ও সহযোগীতার জন্য সবাইকে ধন্যবাদ ও অভিনন্দন জানান।