ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি :
শশুরবাড়িতে বেড়াতে এসে শখের বশে ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে নেমে নিখোঁজ হন জামাই। স্থানীয়রা খোঁজাখুঁজির উদ্ধার কাজে অংশ নেয় ফায়ার সার্ভিস কর্মীরা।
শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের ত্রিশালের কানিহারী ইউনিয়নের ডাক-বাঘারিয়া গ্রামে। তবে এরিপোর্ট লেখা পর্যন্ত খোঁজ মেলেনি নিখোঁজ জামাই শফিকুল ইসলামের।
পারিবারিক সূত্রে জানা যায়, গত রোববার কানিহারী ইউনিয়নের ডাক-বাঘারিয়া গ্রামের জরিদ উল্ল্রার মেয়ে মনিকে বিয়ে করেন পার্শ্ববর্তী গফরগাঁও উপজেলার রাওনা ইউনিয়নের থাওরাপাড়া গ্রামের আবদুল হামিদের ছেলে শফিকুল ইসলাম। বিয়ের পর শুক্রবার বউয়ের সঙ্গে বেড়াতে আসে ওই গ্রামে বেড়াতে আসে শফিকুল।
শনিবার দুপুরে শফিকুল তার খালাত ভাই ও ভাইরা সহ অন্যদের সঙ্গে শখের বশে ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে নামেন। হটাৎ ব্রহ্মপুত্রের পানির স্রোতে নিচ দিকে তলিয়ে যেতে থাকলে তার পাশে থাকা খালাত ভাইটি অনেক চেষ্টা করেও ধরে রাখতে পারেননি। বেশ অনেকটা সময় স্বজন ও স্থানীয়রা মিলে খোঁজাখুঁজি করেন তাকে।
উদ্ধার কাজে অংশ নেয়া ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ময়মনসিংহের ডুবুরি টিমের সহযোগিতায় তারা বিকেল ৫ টা থেকে রাত ৮ টা পর্যন্ত উদ্ধারের চেষ্টা চালালেও শফিকুলের মরদেহ পাওয়া যায়নি। এদিকে জামাই নিখোঁজের ওই খবর পেয়ে উৎসুক জনতার ঢল নামে ব্রহ্মপুত্র নদেরপাড়ে।
স্থানীয় ইউপি সদস্য আহমদ আলী বুলু বলেন, দীর্ঘসময় খোঁজাখুঁজির পরও খোঁজ মেলেনি জামাই শফিকুল ইসলামের।
ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেলোয়ার হোসেন জানান, ময়মনসিংহের ডুবুরি টিমের সহযোগিতায় তারা বিকেল ৫ টা থেকে রাত ৮ টা পর্যন্ত উদ্ধারের চেষ্টা চালালেও শফিকুলের মরদেহ মেলেনি।