কেন্দুয়ায় রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হচ্ছে সরকারি জিফ গাড়ি

প্রকাশিত: ৪:৫৮ অপরাহ্ণ, জুন ৪, ২০২১

কেন্দুয়া ( নেত্রকোণা) প্রতিনিধি :

নেত্রকোণার কেন্দুয়ায় রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হচ্ছে সরকারি জিফ গাড়ি।

কেন্দুয়া উপজেলা পরিষদে পেচনে খোলা আকাশের নিচে রোদ বৃষ্টিতে ভিজে রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হচ্ছে সরকারি জিপ গাড়িটি।

উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে অকেজো অবস্থায় সরকারি জিপ গাড়িটি বছরের পর বছর ধরে পড়ে থাকতে দেখা যায়।

সংশিষ্ট সূত্রে জানা যায়, কয়েক বছর আগে উপজেলা নির্বাহী অফিসারদের নতুন করে গাড়ি বরাদ্দ দেয় সরকার। সেই থেকে নতুন গাড়িটি রাখা হয়েছে গ্যারেজে। আর আগের জিপ গাড়িটির স্থান হয়েছে ওই গ্যারেজের সামনে। উপজেলা প্রশাসনের নজরদারি ও রক্ষণাবেক্ষণ এবং অকেজো গাড়িটি কোন নিরাপদ স্থানে অপসারণের কোনো উদ্যোগ না থাকায় মূল্যবান গাড়িটি তিলে তিলে ক্ষয় হচ্ছে। তাছাড়া অনেকের স্মৃতিবিজড়িত গাড়িটি সামনে এসে কিংবা গাড়িতে বসে সেলফি খোরাক হয়েছে।

এই বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন খন্দকার বলেন,জিফ গাড়িটি সংরক্ষণ করার চিন্তা করছি।উপজেলা পর্যায়ের প্রথম গাড়ি হিসেবে আমি এর স্মৃতি ধরে রাখতে চাই। শীঘ্রই একটি উদ্যোগ নেওয়া হবে।