ফুলবাড়ীয়া ভেকিবিল খাল খননে এলাকাবাসীর স্বস্তির নিশ্বাস !

প্রকাশিত: ৭:১২ অপরাহ্ণ, জুন ৫, ২০২১

ফুলবাড়িয়া ( ময়মনসিংহ) প্রতিনিধি :

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার সীমান্তবর্তী কাতলাসেন ভেকিবিল খাল খননে এলাকার ক্ষুদ্র ও প্রান্তিক চাষিরা স্বস্তির নিশ্বাস ফেলছে। গত আমন মৌসুমে ভাল ফলন পাওয়ায় তারা মহাখুশি।

প্রায় ২শ হেক্টর এলাকা জুরে ভেকিবিল এলাকার শতশত ক্ষুদ্র ও প্রান্তিক চাষিরা আমন মৌসুম এলেই অতি বর্ষনে বিলে পানি জমে থাকায় মৌসুমী ফসল ধান থেকে বঞ্চিত হতো। স্থানীয় ভেকিবিল পানি ব্যাবস্থাপনা সমবায় সমিতি লিমিটেড ২০১৯-২০২০ অর্থ বছরে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের জি,ও, বি ফান্ড থেকে ভেকিবিল খাল খননের জন্য ৩৬ লাখ টাকার একটি প্রকল্প পায়।

স্থানীয় সরকার প্রকৌশল (এলজিইডি) এ প্রকল্পের কাজটি বাস্তবায়ন করেন। বিলের পাশ দিয়ে বয়ে যাওয়া ভেকিবিল খাল খনন কাজে সমিতির সহশ্রাাধিক সদস্য প্রায় ৩ হাজার ৭শ মিটার ( প্রায় ৪ কিলোমিটার) খালের খনন কাজ সম্পন্ন করে।

গত আমন মৌসুমে পানি জমে না থাকায় স্থানীয় প্রান্তিক ও ক্ষুদ্র চাষিরা আমন ধানের চারা রোপন করেন। এবারই এই প্রথম আমন মৌসুমের ভাল ফলন হওয়ায় কৃষকরা মহা খুশি। খালের পাশ দিয়ে বয়ে যাওয়া ভেকি বিলে ভেকিবিল পানি ব্যাবস্থাপনা সমবায় সমিতি ৬ লাখ বিভিন্ন প্রজাতির দেশীয় মাছের পোনা অবমুক্ত করে। খাল খনন ও ভেকিবিলে মাছের পোনা অবমুক্ত করায় সমিতির সদস্যরা এখন স্বস্থির নি:শ্বাস ফেলছে।

স্থানীয় সমিতির সদস্যরা ভেকিবিল খাল খননের ফলে এলাকার ক্ষুদ্র ও প্রান্তিক চাষিরা যেমন বোর-আমন চাষে সুবিধা পাবে তেমন মাছ চাষে ব্যাপক লাভবান হবে ভেকিবিল পানি ব্যাবস্থাপনা সমবায় সমিতির সদস্যরা।

ভেকিবিল পানি ব্যাবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আরিফ রব্বানী ও সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন মুক্তা বলেন, খাল খননে খালের পাশ দিয়ে নতুন সড়ক যোগাযোগে বিলপাড় এলাকার মানুষের কষ্ট অনেকটা কমে গেছে। সমিতির সদস্যদের দাবী ১৫ থেকে ২০ টি কালভার্ট স্থাপন জরুরী হয়ে পড়েছে।