ধোবাউড়ায় দিনব্যাপী পাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

প্রকাশিত: ৭:২২ অপরাহ্ণ, জুন ৫, ২০২১

ধোবাউড়া প্রতিনিধি :

ময়মনসিংহের ধোবাউড়ায় প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগীতায় প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক আয়োজিত দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২১” অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দিনব্যাপী উপজেলা প্রাণীসম্পদ কার্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার রাফিকুজ্জামানের সভাপতিত্বে গরু, ছাগল, ভেড়াসহ বিভিন্ন খামারীদের অংশগ্রহনে এ প্রদর্শনী অনুষ্টিত হয়। আয়োজিত প্রাণিসম্পদ প্রদর্শনীতে বরাদ্দকৃত ষ্টলে উপজেলার সাত ইউনিয়ন থেকে আগত খামরীবৃন্দ ডেইরী, ছাগল, ভেড়া, পোল্ট্রি, খরগোশ, কবুতরসহ প্রাণিজাত পন্য নিয়ে অংশ গ্রহন করেন

। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রাণিসম্পদ প্রদর্শনীর শুভ উদ্ভোধন করনে উপজেলা চেয়ারম্যান ডেভিড রানা চিসিম।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসাইন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ সাইফুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি জালাল উদ্দিন সোহাগ, উপজেলা প্রেসকাবের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম ইকবাল, জাতীয় শ্রমিক লীগ উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক বরকত উসমান, সদর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মনোয়ার হোসেন রিপন, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবু সুফিয়ান, উপজেলা ছাত্র লীগের সাধারন সম্পাদক মেহেদী হাসান রনিসহ প্রানী সম্পদ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।