ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির সামনের রাস্তা বারবার কেপে উঠায় ভেঙ্গে পরীক্ষা

প্রকাশিত: ৮:০০ অপরাহ্ণ, জুন ১৫, ২০২১

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির শহীদ সৈয়দ নজরুল ইসলাম ভবনের সামনের রাস্তা মানুষের ভাড়ে কেপে উঠায় মঙ্গলবার ঐ রাস্তা ভেঙ্গে পরীক্ষা করা হয়। তবে কোন কিছুই না পেয়ে পরীক্ষান্তে রাস্তাটি আবারো ভরাট করা হয়।

মঙ্গলবার ফায়ার সার্ভিস, তিতাস গ্যাস, বিদ্যুৎ বিভাগ ও আইন শৃংখলা বাহিনীর উপস্থিতিতে ময়মনসিংহ সিটি কর্পোরেশন ঐ রাস্তাটি ভেঙ্গে পরীক্ষা করে।

সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম মিঞা বলেন, রাস্তার নীচে ঢালাই ও ইটের সলিংযুক্ত একটি পুরোনো রাস্তা রয়েছে। দ্বিতীয়বার রাস্তাটি উচু করার প্রয়োজন হওয়ায় এর উপর নরম ও কাদাযুক্ত মাটি দিয়ে একেবারে হালকা করে দ্বিতীয়বার ঢালাই করে রাস্তাটি নির্মাণ করা হয়।

ঢালাইয়ের নীচে নরম ও কাদাযুক্ত মাটি শুকিয়ে দেব যায়। ফলে উপরে হালকা ঢালাইয়ের রাস্তাটি ফাকা হয়ে পড়ে। এ অবস্থায় মানুষজন বা ভাড়ি বসতু ঐ রাস্তার উপর দিয়ে চলাচলকালে রাস্তাটি ঝাম্পিং করে। দুপুরে আইনজীবিদের মাধ্যমে খবর পেয়ে রাস্তাটি ভেঙ্গে পরীক্ষা করা হয়। এদিকে এডভোকেট নজরুল ইসলাম চুন্নু জানান, রাস্তাটি গত কয়েকদিন ধরেই কেপে উঠছিল।

মঙ্গলবার কেপে উঠার মাত্রা বেড়ে যায়। রাস্তাটি কেপে উঠায় আইনী সহায়তা নিতে আসা লোকজনজন আইনজীবিদের মাঝে আতংক দেখা দিলে সিটি কর্পোরেশন ও ফায়ার সার্ভিসকে অবহিত করা হয়।