কেন্দুয়ায় তাঁতীপাড়া ব্রীজে যেকোন সময় ঘটতে পারে দুর্ঘটনা

প্রকাশিত: ৮:২৫ অপরাহ্ণ, জুন ১৫, ২০২১

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি :

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি-আঠারবাড়ি রায়বাজার সড়কের তাঁতীপাড়া নামকস্থানে বেতাই নদীর উপরে নির্মিত তাঁতীপাড়া ব্রীজটি অত্যন্ত ঝুকিপূর্ন হয়ে পড়েছে। এ ব্রীজের উপর দিয়ে জীবনের ঝুকি নিয়ে যানবাহন চলাচল করছে। যেকোন সময় বড় ধরনের দূর্ঘটনার আশংকা করছে যাত্রি সাধারন ও পথচারীরা। ব্রীজটি এত ঝুঁকিপূর্ণ থাকলে সংশ্লিষ্ট কতৃপক্ষে কোন মাথা ব্যাথা নেই।

সুত্র জানায়,উপজেলার রোয়াইলবাড়ি-বাণিজ্যিক কেন্দ্র আঠারবাড়ি সড়কের তাঁতীপাড়া পাড়া নামক স্থানে বেতাই নদীর ওপর প্রায় ৩০/৩৫ বছর পূর্বে ব্রীজটি নির্মিত ব্রীজটি অত্যন্ত ঝুকিপূর্ণ। এ ব্রীজের উপর দিয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে
শত শত ছোট-বড় যানবাহন চলাচল করে থাকে।

বর্তমানে ব্রীজের অবস্থা অত্যন্ত ঝঁকিপূর্ন ও নড়বড়ে। ভারী যানবাহন ব্রীজের উপর দিয়ে চলাচল করলে ব্রীজটি দু’দিকে দুলতে থাকে। মনে হয় এই বুঝি ধসে পড়লো। জীবনের ঝুকি নিয়ে পণ্যবাহী পিকাপ ভ্যান, লড়ি,অটোরিক্সার গাড়ি চালকরা এ ব্রীজের উপর দিয়ে গাড়ি পারাপার করছে। যেকোন সময় ব্রীজটি ধসে পড়ে বড়ধরনের দূর্ঘটনার কবলে পড়ে জানমালের মারাত্নক ক্ষতি হতে পারে।

ব্রীজের এত খারাপ অবস্থা বিরাজ করলে সংশ্লিষ্ট কতৃপক্ষে উদাসিনতা পরীলক্ষিত হতে দেখা যায়। আজো দেওয়া হয়নি কোন বিপদ চিহ্ন বা নিষেজ্ঞা। এই সড়কে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীসহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষের যোগাযোগে একমাত্র মাধ্যম রোয়াইলবাড়ি-আঠারবাড়ি রায়বাজার সড়ক। বিকল্প আর কোন রাস্তা নেই। ফলে কষ্ট করেই জীবনের ঝুকি নিয়েই চলছে যানবাহন। যেকোন সময় এ ব্রীজটিও ভেঙ্গে পড়ে জানমালের বড় ধরনের ক্ষতির আশংকা রয়েছে। তাই জরুরী ভিত্তিতে এ ব্রীজটি ও পুনঃ নির্মান করার দাবী জানিয়েছে এলাকাবাসি।

রোয়াইলবাড়ি গ্রামের আব্দুল হক বলেন, তাঁতীপাড়া ব্রীজটি অত্যন্ত ঝুকিপূর্ন। জরুরী ভিত্তিতে নুতন ব্রীজ নির্মান করা জরুরী। অন্যথায় যানমালের ব্যাপক ক্ষতি হতে পারে।

কলসহাটি গ্রামের শেখ নাজমূল হক জানান, তাঁতীপাড়া ব্রীজটি অনেক ঝুকিপূর্ন। আমরা প্রতিদিন জীবনের ঝুকি নিয়ে গাড়ি নিয়ে ব্রীজের উপর দিয়ে পারাপার হই। জরুরী ভিত্তিতে ব্রীজটি পুনঃনির্মান করা না হলে বড় ধরনের ক্ষতি হবে আমাদের।

কেন্দুয়া উপজেলা প্রকৌশলী জাকির হাসান বলেন,ব্রীজটি নির্মাণের জন্য প্রস্তাবনা পাঠিয়েছি। বরাদ্দ আসলে নির্মাণ করা হবে।