ত্রিশালে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত: ৮:৪২ অপরাহ্ণ, জুন ১৫, ২০২১

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি :
“মা ও শিশুর সুরক্ষা চাই, স্বাস্থ্যকেন্দ্রে প্রসব করাই” শ্লোগানকে সামনে রেখে সংক্রামণ নিয়ন্ত্রন, নিরাপদ ও প্রাতিষ্ঠানিক প্রসব বৃদ্ধির লক্ষ্যে মঙ্গলবার দুপুরে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

পায়াকট বাংলাদেশ এবং আদ্রিতা ভিজ্যুয়ালের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আয়োজিত সচেতনতামূলক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল মতিন সরকার।

উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা নজরুল ইসলামের সভাপতিত্বে ও ডা. মাহির আনজুমের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন ইউএনও মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক নবী নেওয়াজ সরকার, ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা, পৌর কাউন্সিলর রাশেদুল হাসান বিপ্লব, মানিক সাইফুল ও পায়াকট বাংলাদেশের মনিটরিং অফিসার খুরশীদ আলম প্রমূখ।

কর্মশালায় প্রধান বক্তা ছিলেন গাইনী কনসালটেন্ট সাবিনা ইয়াসমিন।