এম.এ খালেক হালুয়াঘাট :
ময়মনসিংহের হালুয়াঘাট ধুরাইল ইউনিয়নে কংশ নদীর উপর ১৭ ল টাকা ব্যায়ে ৩টি স্টীলের ফুটব্রীজ নির্মাণ করা হয়েছে।
এলজিএসপি-৩ কর্মসূচির আওতায় গজারিয়াপাড়া মাদ্রাসা,চরগোরকপুর উচ্চ বিদ্যালয় ও ডোবারপাড় বাজার সংলগ্ন স্থানে কংশ নদীর উপর ব্রীজগুলো নির্মাণ করা হয়।
শনিবার(১৯জুন) সকালে ব্রীজগুলোর আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন (হালুয়াঘাট ও ধোবাউড়া) আসনের সংসদ সদস্য জুয়েল আরেং।
ধুরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়ারিছ উদ্দিন সুমনের সভাপত্বিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি কবিরুল ইসলাম বেগ, (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক সাবেক অধ্য আব্দুর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোর্শেদ আনোয়ার খোকন, সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন, আব্দুল ওয়াহাব, বজলুর রহমান, প্রেস কাবের সভাপতি মোহাম্মদ শাহ্ আলম, হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. আবু সিদ্দিক সহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ বিপ্লব,মোঃ সাইফুল ইসলাম,মোঃ জাহাঙ্গীর হোসেন সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, ধুরাইল ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মোঃ ছায়েদুর রহমান ও ধুরাইল ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আমিনুল ইসলাম।