ময়মনসিংহে র‌্যাবের অভিযানে কিশোর গ্যাং নেতৃত্বকারী চার সদস্য অস্ত্রসহ আটক

প্রকাশিত: ৫:২৪ অপরাহ্ণ, জুন ২২, ২০২১

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহে র‌্যাবের অভিযানে কিশোর গ্যাংয়ের নেতৃত্বদানকারী চারজনকে অস্ত্রসহ আটক করা হয়েছে। সোমবার সন্ধ্যায় জেলা সদরের রঘুরামপুর এলাকা থেকে আটক করে র‌্যাব-১৪।


র‌্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হান্নানুল ইসলাম জানান, সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪ একটি দল খবর পায়, জেলা সদরের রঘুরামপুর এলাকায় কিশোর গ্যাংয়ের একটি গ্রুপ দস্যুতার প্রস্তুতি নিয়েছে।

খবর পেয়ে দ্রুত অভিযানে গিয়ে রহমতপুর এলাকা থেকে কিশোর গ্যাংয়ে ৪ সদস্যকে আটক করে। আটককৃতা হলো, মিজানুর রহমান ওরফে মুরগী মিজান, সবুজ মন্ডল, মোঃ শামিম ও মোঃ হানিফ।

আটককৃতদের কাছ থেকে একটি দেশীয় পাইপগান, একটি রিভলবার সাদৃশ্য বস্তু, ২টি পিস্তলের গুলি , ২টি শর্টগানের গুলি, ২টি মোবাইল, ২টি রামদা, একটি চাপাতি, ৪টি চাকু, একটি কুড়াল একটি করাত, ২টি দা, হাতুড়ি, স্টিলেররড, ২টি পেনড্রাইভ, পাসপোর্ট, চেকবই ও একটি মোটর সাইকেলসহ নগদ ২ লাখ ৭৬ হাজার টাকা উদ্ধার করে র‌্যাব।

আটককৃতদের বরাত দিয়ে র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় যে, তারা ঘটনাস্থলে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে দস্যুতার প্রস্তুতি নিচ্ছিল। তারা দীর্ঘদিন যাবৎ ময়মনসিংহের বিভিন্ন এলাকায় দলে-উপদলে বিভক্ত কিশোর গ্যাং-এর নেতৃত্ব দিয়ে ছিনতাই, দস্যুতা এবং আধিপত্য বিস্তারের মাধ্যমে অবৈধ কর্মকান্ড করে আসছিল যা জনমনে ভীতি ও উদ্বেগ-উৎকন্ঠার সৃষ্টি করে।

এসকল কিশোর গ্যাং-এর নেতৃত্বদানকারীসহ সকল অপরাধীদের আইনের আওতায় এনে সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠায় র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। আটককৃতদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করে র‌্যাব।