গৌরীপুর (ময়মনসিংহ ) প্রতিনিধি :
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার কলতাপাড়ায় মেসার্স জিসাম অটো রাইস মিলের উড়ন্ত ছাই, দুর্ষিত বর্জ্যে অতিষ্ট এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে রোববার (২৭ জুন/২০২১) ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে।
বক্তারা জানান, অটো রাইস মিলের উড়ন্ত ছাইয়ের কারণে বদলে যাচ্ছে মসজিদের ফোর, শহীদ মিনারের পাদদেশ, খাদ্যের দোকানের চেয়ার-টেবিল এবং খাদ্যের রঙ, গাছসহ পরিবেশের রঙ বদলে যাচ্ছে, প্রতিদিন বাড়ছে অন্ধত্ব বাড়ছে। ইতোমধ্যে অর্ধশত মানুষ চোখের সমস্যায় ভুগছেন। স্থায়ীভাবে চোখের দৃষ্টি হারিয়েছেন নন্দীগ্রামের আবুল মনসুর, মিনা আক্তার, চুড়ালী গ্রামের আবুল হোসেন।
পরিবেশ দুষণ প্রসঙ্গে পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহের উপপরিচালক মিহির লাল সরদার জানান, বিষয়টি আমাদের জানা ছিলো না। পরিবেশ রক্ষায় দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। ময়মনসিংহ বিভাগীয় পরিচালক ফরিদ আহমদ জানান, অভিযোগ পেলে ব্যবস্থা নিবো।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন কলতাপাড়া বাজার কমিটির সভাপতি মো. সিদ্দিকুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন মহসিন মাহমুদ। পরিবেশ ও চোখের সমস্যা উল্লেখ করে মিল বন্ধের দাবি জানান, মো. আবুল কালাম, আশরাফুল আলম, আব্দুল হেকিম, আবু সাঈদ, মোছা আলপিনা আক্তার, কামাল হোসেন বাবুল, কাজী নাজমুল হক, রফিকুল ইসলাম, হাজী আব্দুল হালিম, হাফেজ মাওলানা মোশারফ হোসেন, রিয়াজুল করিম মাদরাসার পরিচালক খালিদ সাইফুল্লাহ, আব্দুল হালিম, মো. আতাউর রহমান, মো. ইদ্রিস আলী, মো. আব্দুস সেলিম, মো. আজিজুল হক, মো. আবু সাঈদ, মো. রজব আলী প্রমুখ।
প্রশাসনের হস্তক্ষেপের প্রেক্ষিতে কলতাপাড়া বাজার কমিটির সভাপতি মো. সিদ্দিকুর রহমান আগামী ৭দিনের মধ্যে পরিবেশ দূষণকারী এ মিল বন্ধ না করলে কঠোর আন্দোলনের ঘোষণা দেন।