মুক্তাগাছায় ডাক্তার ও ৫ পুলিশ সদস্যসহ ৫৩ জন করোনায় আক্রান্ত

প্রকাশিত: ৯:২৮ অপরাহ্ণ, জুলাই ৪, ২০২১

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জান্নাতুল ফেরদৌস ও ৫ পুলিশ সদস্যসহ ৫৩ জন করোনায় আক্রান্ত। বিষয়টি নিশ্চিত করেছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পলিকল্পনা কার্যালয়ের পরিসংখ্যানবিদ মোঃ হাবিবুর রহমান।

জানাযায়, মুক্তাগাছা উপজেলায় গতকাল পর্যন্ত মোট ৫৩ জন আক্রান্ত হয়েছে এবং নারায়ন পাল (৭৫) নামে একজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জান্নাতুল ফেরদৌস টিকা গ্রহণ করার পরেও করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

অন্যদিকে মুক্তাগাছায় কর্মরত ৫ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়ে মুক্তাগাছা হাসপাতালে ভর্তি হলে তাদের মধ্যে একজনকে ঢাকা রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে রেফার্ড করা হয়। বাকি চার জন মুক্তাগাছা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে গতকাল রবিবার পর্যন্ত ৪৮ জনের করোনা পজেটিভ হওয়ায় তাদের নিজ নিজ বাসায় চিকিৎসা চলছে।