স্টাফ রিপোর্টার : রপ্তানীমুখী সকল শিল্প ও কলকারখানা আরোপিত বিধি নিষেধের আওতা বর্হিভূত রেখে হঠাৎ ঘোষণা (১ আগষ্ট) রবিবার থেকে শিল্প কারখানা খোলা। শ্রমিকদের ফিরতে হবে কর্মস্থলে। সরকারের এমন সিদ্ধান্তে ঢাকামুখি সড়কগুলিতে জনস্রোত। গার্মেন্টস খোলার অর্ডার হইছে তাই যেমনে পারি আর যত টাকাই লাগে তবুও যাইতে হবে না গেল চাকরী নাই।
শনিবার (৩১ জুলাই) দুপুরে এভাবেই কথাগুলো বলে গাড়িতে উঠতে শুরু করে গার্মেন্টস কর্মীরা। চাকরি বাঁচাতে জীবনের ঝুঁকি নিয়ে কর্মস্থলে ফিরছেন তারা। পেটের দায়ে করোনার ঝুকি মাথায় নিয়েই তাদের যেতে হচ্ছে কর্মস্থলে।
করোনা ভয়ের চেয়ে রোববার কর্মস্থলে যোগ দেওয়া ও চাকারি রা করার তাগিদ তাদের মাঝে কাজ করছে বেশী। কিন্তু সরকার ঘোষিত লকডাউনে গণপরিবহন বন্ধ। গলাকাটা পরিবহন ভাড়া, তবুও তাদের ফিরতে হচ্ছে কর্মস্থলে। আর পথে ভোগান্তি তো আছেই।
প্রতিষ্ঠান থেকে ফোন করে কাজে যোগদানের পাশাপাশি যথাসময়ে উপস্থিত না হলে চাকরি থাকবেনা এমন হুমকির চিন্তার খড়র্গ মাথায় ওদের। নেই কোন যানবাহন, তবুও যেতে হবে কর্মস্থলে এই ছুটে চলা শুধু জীবিকার টানে।