তারাকান্দায় রাংসা নদীতে অবৈধ বাঁধ অপসারণ করলেন ইউএনও

প্রকাশিত: ৬:২৭ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২১
মোঃ মিজানুর রহমান আকন্দ (ফুলপুর,ময়মনসিংহ) :
ময়মনসিংহের তারাকান্দায় রাংসা নদীতে তৈরী অবৈধ বাঁধ গুলো অপসারণ করলেন ইউএনও মিজাবে রহমত। ৩০ শে আগস্ট সোমবার সরেজমিন পরিদর্শন করে তারাকান্দা ও বালিখা ইউনিয়নে রাংসা নদীতে কৃত্রিমভাবে তৈরিকৃত বেশ কয়েকটি বাঁশের বাঁধ অপসারণ করেন তিনি। দীর্ঘদিন যাবৎ রাংসা নদীতে কৃত্রিমভাবে তৈরিকৃত বাঁশের বাঁধ দিয়ে পানির স্বাভাবিক প্রবাহ বন্ধ করে মাছ ধরা হচ্ছে।
কৃত্রিম বাঁশের বাঁধের ফলে আবাদি জমি গুলো পানির নিচে তলিয়ে যাচ্ছে। ফলে জমি থাকা সত্বেও স্থানীয়রা ধান আবাদ করতে না পেরে অনেক কষ্টে জীবন-যাপন করছেন।
প্রায় দুই কিলো রাস্তা পায়ে হেঁটে দিনব্যাপী অবৈধ বাঁধ গুলো অপসারণ করেন তিনি। নদীতে অবৈধভাবে তৈরি বাঁশের বাঁধ অপসারণকে স্বাগত জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। ইউএনও মিজাবে রহমত জানান, অবৈধভাবে বাঁধ নির্মাণ করে জলাবদ্ধতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এসময় উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্যবৃন্দ, তারাকান্দা থানার পুলিশ সদস্যগণ ও স্থানীয় এলাকাবাসী।