কলিহাসান,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি :
বর্ডার গার্ড বাংলাদেশ নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) দুর্গাপুর উপজেলার ভারতীয় সীমান্তবর্তী ভরতপুর ও উত্তর বারমারী এলাকায় অভিযান চালিয়ে ২৫লক্ষ ১১ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ী আটক করা হয়েছে। নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল এ এস এম জাকারিয়া বুধবার দুপুরে গণমাধ্যম কর্মীদের এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, দুর্গাপুর সদর ইউনিয়নের ভরতপুর বিওপি’র নায়েক সুবেদার মো.ফরিদুল ইসলামের নেতৃত্বে ভরতপুর ও বারমারী বিওপি’র সমন্বয়ে ১৩ সদস্যের একটি দল মঙ্গলবার রাত ২.৪৫ এর দিকে সীমান্ত এলাকায় টহল দেয়ার সময় গোপন তথ্যের ভিত্তিতে ভারতীয় শাড়ী গুলো আটক করা হয়।
এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল রেখে চোরাকারবারীরা পালিয়ে যায়। আটককৃত মালামাল গুলো নেত্রকোণা কাস্টমস্ অফিসে প্রেরণ করা হয়। যার সিজার মূল্য ২৫ লক্ষ ১১ হাজার টাকা।