স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ কোতোয়ালী থানা পুলিশ ২৪ ঘন্টা অভিযান চালিয়ে দুই হাজার ইয়াবা, হিরোইনসহ ৭জনকে আটক করেছে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ময়মনসিংহ জেলার সুযোগ্য পুলিশ সুপারের নির্দেশে কোতোয়ালী মডেল থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে আসছে।
১০ সেপ্টেম্বর ময়মনসিংহ নগরীর কৃষ্টপুর আলিয়া মাদ্রাসা রোডস্থ দিলকূশা জামে মসজিদ সংলগ্ন জনৈক শরাফ উদ্দিন এর বাসার নিচ তলায় ভাড়া দেওয়া বাসার ভিতর হইতে ২০০০ পিস ইয়াবা ট্যাবলেট, মূল্য অনুমান ৬,০০,০০০/-টাকা ও ০৪ বোতল বিদেশী মদ, মূল্য অনুমান ৭,০০০/-টাকা এর পলাতক আসামী আলমগীর(৩১), পিতা মৃত-আবুল কাশেম, মাতা-জহুরা খাতুন, সাং-নওমহল নন্দীবাড়ী, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয় এবং বাঘমারা পুরাতন মেডিকেল গেইট সাকিনস্থ নূর হোসেনের চায়ের দোকানের সামনে সরকারী পাকা রাস্তার উপর হইতে ০৫ গ্রাম হেরোইন, মূল্য অনুমান ৫,০০০/-টাকা সহ মোখলেছুর রহমান অভি(২৫), পিতা-মৃত ইয়াকুব আলী, সাং-বিক্রমপুর ভাটিকাছার, থানা-ত্রিশাল, এ/পি- আর.কে মিশন রোড,(শাহীন এর বাসার ভাড়াটিয়া), থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার এবং অন্যান্য মামলার মোট ০৭ (সাত) জন আসামীকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।