স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ ডিবি পুলিশ আন্ত:জেলা ৬ ডাকাতকে গ্রেফতার করেছে। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত ট্রাক ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।
২৪ সেপ্টেম্বর দিবাগত রাত ৩ টার দিকে ময়মনসিংহ জেলার ত্রিশাল বগার বাজার চৌরাস্তা গুজিয়ামে ডাকাতির প্রস্তুতিকালে আন্ত:জেলা ডাকাতদের গ্রেফতার করা হয়।
ময়মনসিংহ ডিবি ওসি মোঃ সফকিুল ইসলাম জানান, ২৪ সেপ্টেম্বের এসআই মোঃ সোহরাব আলী অভিয়ান পরিচালনা করে ময়মনসিংহ ত্রিশাল থানাধীন বগার বাজার চৌরাস্তা গুজিয়াম থকেে ডাকাতরি প্রস্তুতি গ্রহন করে সমবেত হওয়া ডাকাতদলকে আটক করে। ডাকাতরা নিজেদের যাতায়াত ও লুন্ঠিত মালামাল বহনের জন্য নিয়ে আসা ট্রাক ও ০৬টি দেশীয় অস্ত্র উদ্ধার হয়।
এসময় আন্ত:জেলা ডাকাত দলের সদস্য বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার চর আউলিয়াপুরের মৃত হাকিম আলীর পুত্র মোঃ আনিস, সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ থানার মিরপুর এলাকার মৃত আবু শেখের পুত্র মো: আ: লতিফ, শরীয়তপুর জেলার সখিপুর থানার হুগলারচরের মৃত শাহা মোল্লার পুত্র মো: হানিফ, সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ থানার ছনগাছার মো: রফিকুল ইসলামের পুত্র মো: আমিনুল ইসলাম, নিলফামারী জেলার কিশোরগঞ্জ থানার উত্তর সিংগারি’র মৃত ইমতাজ আলীর পুত্র মো: আলতাফ হোসেন ও ময়মনসিংহ জেলার ভালুকা থানার বর্তা’র মো: নাজিম উদ্দিনের পুত্র মো: আতিকুল ইসলামকে
গ্রফেতার করা হয়।
ডাকাতির প্রস্তুতি গ্রহন করে ডাকাতি করার জন্য ঘটনাস্থলে সমবেত হওয়ার অভিযোগে ডাকাতদের বিরুদ্ধে ত্রিশাল থানায় পেনাল কোড ৩৯৯/৪০২ ধারায় এবং উদ্ধারকৃত অবৈধ অস্র রাখার অভিযোগে ডাকাতদের বিরুদ্ধে ১৮৭৮ সনের অস্র আইনের ১৯এ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীদেরকে ৭ দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে। পলাতক ডাকাতদেরকে গ্রেফতার করার জন্য একাধিক টিম ধারাবাহিক অভিযান পরিচালনা করছে।