গোপন বৈঠক থেকে ৩ জঙ্গি আটক

প্রকাশিত: ৮:১৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২১

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি :

গতকাল শুক্রবার ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কালাদহ গ্রামের আটাপাড়া এলাকার এক কলেজ শিক্ষকের ঘরে বৈঠক চলাকালে জেহাদী বইসহ ৩ জঙ্গিকে আটক করেছে ফুলবাড়িয়া থানা পুলিশ।

আটককৃত জঙ্গিরা হলো, কালাদহ ইউনিয়নের বিদ্যানন্দ গ্রামের আফতাব (৪০), হামিদুল (৩৫) ও কালাদহ গ্রামের আইয়ুব আলী ( ৪৯)।

পুলিশ জানায়, গতকাল শুক্রবার দুপুরে কালাদহ আটাপাড়া এলাকার জামায়াত নেতা কলেজ শিক্ষক এনামুল হকের বাড়ির একটি কক্ষে ১৫ থেকে ২০ জন জঙ্গি গোপন বৈঠকে মিলিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়িয়া থানা পুলিশের এসআই আঃ রাজ্জাক সংগীয় ফোর্স নিয়ে ঐ কক্ষে হানাদিয়ে ৩ জনকে আটক করে। অন্যান্যরা পালিয়ে যায় বলে পুলিশ জানায়। এসময় পুলিশ কলেজ শিক্ষক এনামুলের ঘরে তল্লাশী চালিয়ে জেহাদী বই উদ্ধার করে। কলেজ শিক্ষক এনামুল কেশরগঞ্জ মহাবিদ্যালয়ের শিক্ষক বলে জানাগেছে।

শিক্ষকের বাড়িতে প্রায়ই শুক্রবার বিভিন্ন এলাকা থেকে লোকজনের যাতায়াত দেখাযায় বলে স্থানীয়রা জানায় ।
ফুলবাড়িয়া থানার ওসি মোল্লা জাকির হোসেন বলেন, আটককৃতরা গোপন বৈঠকে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও নাশকতামুলক পরিকল্পনা করছিল। পালিয়ে গেছে অনেকে, এদের বিরুদ্ধে নিয়মিত মামলা হবে।