ময়মনসিংহে তিন দিনব্যাপী মোবাইল সাংবাদিকতা প্রশিক্ষণ শুরু

প্রকাশিত: ৭:২৫ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০২১

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ জেলার সাংবাদিকদের জন্য তিন দিনব্যাপী মোবাইল সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে।
শনিবার (২ অক্টোবর) সকালে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ পিআইবির উদ্যোগে ময়মনসিংহ প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।

এসময় জেলা প্রশাসক বলেন, মোবাইল সাংবাদিকতা একটি যুগোপযোগি প্রশিক্ষণ। একটি লেখনীর মাধমে গুরত্বপুর্ণ সংবাদ পরিবেশন হয়, যা সামাজিক সমস্যা সমাধান করা যায়। সাংবাদিকদের লেখনীতে দেশ এগিয়ে যায় জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে।
এসময় বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান, প্রেসক্লাবের সহ-সভাপতি এ জেড এম ইমাম উদ্দিন মুক্তা, সাধারণ সম্পাদক বাবুল হোসেন ও পিআইবির সিনিয়র প্রশিক্ষক পারভীন সুলতানা রাব্বি। প্রশিক্ষণে ময়মনসিংহ জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ৩৫ জন সাংবাদিক অংশ গ্রহণ করেন।