স্টাফ রিপোর্টার :
ময়মনসিংহ জেলার সাংবাদিকদের জন্য তিন দিনব্যাপী মোবাইল সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ সনদপত্র বিতরণের মধ্যদিয়ে শেষ হয়েছে।
প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ পিআইবির উদ্যোগে ময়মনসিংহ প্রেস ক্লাব মিলনায়তনে ৪ অক্টোবর সোমবার বিকালে মোবাইল সাংবাদিকতা প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোহাম্মদ শফিকুর রেজা বিশ্বাস প্রশিক্ষার্থীদের মাঝে সনদপত্র তুলে দেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগের রেঞ্জ ডিআইজি ব্যারিষ্টার হারুন অর রশিদ।
প্রধান অতিথি ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এসময় বলেন, গণমাধ্যম এক সময়ের টাইপ ফ্রন্ট থেকে এখন প্রযুক্তির দিকে এগিয়ে এসেছে । প্রযুক্তির মাধ্যমেই এখন আধুনিক মোবাইল সাংবাদিকতায় লেখনির মানবৃদ্ধি ও গতিশীলতা বেড়েছে।
বিভাগী কমিশনার আরো বলেন, গণমাধ্যম সমাজের দর্পন । দেশের সঠিক তথ্য সঠিকভাবে তুলে ধরতে হবে। দেশের ভাগ্য ও সমাজের উয়ন্নয়ন করতে হলে সকলে মিলে মিশে কাজ করতে হবে এবং একটি সুখী সম্বদ্ধি বাংলাদেশ গড়তে হবে।
ময়মনসিংহ জেলা প্রশাসক ও ময়মনসিংহ প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ এনামুল হক এর সভাপতিত্বে এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ বাবুল হোসেনের সঞ্চালনায় সনদপত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ-সভাপতি এ জেড এম ইমাম উদ্দিন মুক্তা, পিআইবির সিনিয়র প্রশিক্ষক পারভীন সুলতানা রাব্বি, ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউল করিম খোকন, সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তাফা, প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, কালের কন্ঠ পত্রিকার সাংবাদিক নিয়ামুল কবীর সজল ও সাংবাদিক মাহমুদুল হাসান মিলন।
উল্লেখ্য গত শনিবার (২ অক্টোবর) তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয় প্রশিক্ষণে ময়মনসিংহ জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ৩৫ জন সাংবাদিক অংশ গ্রহণ করেন।