স্টাফ রিপোর্টার :
রেলমন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন এমপি বলেছেন, বঙ্গবন্ধুর সাড়া জীবনের রাজনীতির দর্শণ ছিল গরীব দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো। তার লক্ষ্য ছিল ভিক্ষুকের জাতিকে একটি আত্ননির্ভর মর্যাদাকর একটি দেশ হিসাবে বাংলাদেশকে পৃথিবীর বুকে মাথা উচু করে দাড়ানোর যে স্বপ্ন বঙ্গবন্ধু দেখেছিলেন সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য তারই সুযোগ্য কনা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সকল কর্মসূচি গ্রহণ করেছে। আমরা ক্ষুধা মুক্ত, দারিদ্রমুক্ত একটি উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছি।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ রেলওয়ে ষ্টেশনে মুজিববর্ষ উপলক্ষে যাত্রীদের সুবিধা বৃদ্ধির জন্য প্লাটফর্ম উঁচুকরণ, স্টেশন বিল্ডিং রিনোভেশন এক্সেস কন্ট্রোল এবং প্লাটফর্ম শেড নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপন উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ডি এন মজুমদার এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে রেলমন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশে মিটার গেজ এবং ব্রড গ্রেজ এই দুই ব্যবস্থায় রেল চলছে। আমরা আগামীতে রেল ব্যবস্থাকে এক কেন্দ্রিক ব্যবস্থায় পরিবর্তন করতে চলেছি। মিটারর গ্রেজকে ব্রড গ্রেজে রূপান্তরিত করা হচ্ছে। পার্শ্ববর্তী দেশগুলোতে রেল ব্যবস্থার পরিবর্তণ করে ব্রড গ্রেজ করেছে। তিনি আরো বলেন, আঞ্চলিক যে যোগাযোগ তার সঙ্গে সামজ্যস্ব রেখে অভ্যন্তরিন যে অবকাঠামো তা একই রকম করার জন্য সেই পরিকল্পনা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি।
মন্ত্রী আরো বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে প্রতিষ্ঠা করেছি এবং বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা গড়ার জন্য সকল কর্মসূচি দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। কিন্তু আমাদের বিরোধী দল যারা মুক্তিযুদ্ধে বিরোধীতা করেছিল তারা বাংলাদেশের উন্নয়ন চায় না। জ্বালাও পোড়াও করে ৭১ এর মত যেমন হত্যা করেছিল তারা বর্তমানেও আবারো তৎপর রয়েছে। তারা বিভিন্ন উছিলায় আমাদের পবিত্র ধর্ম ইসলামকে ব্যবহার করে আবার সন্ত্রসী কর্মকান্ড চালাচ্ছে। তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। মন্ত্রী বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান দুলাল এমপি, রেলমন্ত্রণালয়ের সচিব মো: সেলিম রেজা, ময়মনসিংহ জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, পুলিশ সুপার মোহা: আহমার উজ্জামান, ময়মনসিংহ জেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট জহিরুল হক খোকা, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এডভোকেট মোযাজ্জেম হোসেন বাবুলসহ রেলের উর্ধতন কর্মকর্তা, জেলা উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, আওয়ামীলীগ নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।