ময়মনসিংহে সনাক-টিআইবি’র উদ্যোগে সাম্প্রদায়িক সহিংসতার বিচার দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ৮:৩৯ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২১

স্টাফ রিপোর্টার : সচেতন নাগরিক কমিটি (সনাক), ময়মনসিংহ সদর এর উদ্যোগে ২৮ অক্টোবর বৃহস্পতিবার, সকাল ১০টায় নগরীর শহীদ ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। সাম্প্রতিক সাম্প্রদায়িক সহিংস ঘটানার অবিলম্বে সুষ্ঠু বিচারের দাবিতে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে সনাক-ময়মনসিংহ।


চাই মুক্তিযুদ্ধের চেতনার অসাম্প্রদায়িক বাংলাদেশ এই শ্লোগান কে সামনে রেখে মানববন্ধন কর্মসূচিতে সভাপত্বি করেন সনাক-ময়মনসিংহ এর সভাপতি বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব মীর গোলাম মোস্তফা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সনাক সদস্য তসলিম উদ্দিন আহাম্মদ, স্বচ্ছতার জন্য নাগরিক (স্বজন) সদস্য রোকনুজ্জামান জুয়েল, ইয়েস দলনেতা উৎসব সিং সাগর, টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর মুহাম্মদ হাবিবুর রহমান নোমান প্রমূখ। মানববন্ধনে সানাক-এর পক্ষ হতে দাবি উত্থাপন করেন ইয়েস ফ্রেন্ডস দলনেতা স্বার্ণালী আক্তার সুইটি।

মানববন্ধন হতে সাম্প্রদায়িক সহিংসতা রোধে সনাক-ময়মনিসিংহ এর সুপারিশসমূহের মধ্যে ছিল সাম্প্রদায়িক সহিংস সমস্ত ঘটনার সাথে জড়িত প্রকৃত অপরাধীদের গ্রেফতার এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান; সহিংস ঘটনার যাতে বিস্তৃতি না ঘটে সেজন্য প্রশাসন ও আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনী কর্তৃক তাৎক্ষণিক জোরালো পদক্ষেপ গ্রহণ; শাহাবুদ্দিন কমিশন কর্তৃক দাখিলকৃত প্রতিবেদন প্রকাশ এবং এতে উল্লেখিত সুপারিশের আলোকে ব্যবস্থা গ্রহণ; সাম্প্রদায়িক শক্তির প্রতি রাজনৈতিক পৃষ্ঠপোষকতা চিরতরে নির্মূল করা এবং প্রশাসনিক ও আইন প্রয়োগকারী সংস্থার পরিপূর্ণ নিরপেক্ষতা ও পেশাগত উৎকর্ষ নিশ্চিত করা; ধর্মীয় উগ্রবাদ ও সহিংসতা রোধে শিক্ষাক্রমে সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয় পাঠ্য হিসেবে অন্তর্ভুক্তকরণ; ভবিষ্যতে যেন সাম্প্রদায়িক সহিংসতার মতো জঘন্য অপরাধ সংঘটিত না হয় সেজন্য রাষ্ট্রীয় উদ্যোগে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করার দাবি জানানো হয়।