স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্ন পুরণের কাংখিত লক্ষে পৌছতে হলে যুব সমাজকে দক্ষ ও প্রশিক্ষিত কারিগরী জ্ঞান অর্জন করতে হবে। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞানকে দক্ষতার সাথে প্রতিটি কর্মক্ষেত্রে প্রয়োগ করা হলে নিজের, পরিবার, এলাকা এবং দেশ উপকৃত হবে। তাহলেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন সোনার বাংলা প্রতিষ্ঠাসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়ন হবে। জাতীয় যুব দিবসে ময়মনসিংহ যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে র্যালীশেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস এ সব কথা বলেন।
দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ এই শ্লোগানে ময়মনসিংহ যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ১ নভেম্বর সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে যুবর্যালী হয়। পায়রা উড়িয়ে আনুষ্ঠানিকভাবে র্যালী উদ্বোধন করেন।
র্যালীটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনাতনে সমাবেশ অনুাষ্ঠত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহ যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মোঃ রোকন উদ্দিন ভুঞা।
সমাবেশে বিভাগীয় কমিশনার আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন, দেশের একজন মানুষও আশ্রয়হীন থাকবেনা। সেই লক্ষে গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ এবং বরাদ্ধ দেয়া শুরু হয়েছে। তিনি আরো বলেন, বাংলাদেশের মানুষের গড় আয়ু বেড়েছে। স্বাস্থ্যখাতের সক্ষমতা বৃদ্ধিসহ দারিদ্রতা কমেছে। জিডিপি বৃদ্ধি পেয়েছে।
বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত রেঞ্জ ডিআইজি শাহ আবিদ হোসেন বলেন, মাদক ও জঙ্গিবাদমুক্ত নতুন প্রজন্মকে যোগ্য দেশ প্রেমিক হিসাবে গড়ে তুলতে অভিভাবক ও পিতামাতাকে এগিযে আসতে হবে। খেয়াল রাখতে হবে তাদের সন্তান কাদের সাথে মিশছে এবং চলাফেরা করছে।
এসময় জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, অতিরিক্ত পুলিশ সুপার রায়হানুল ইসলাম, মহানগর আওয়ামীলীগের সভাপতি এহতেশামুল আলম বক্তব্য রাখেন।
সমাবেশ শেষে ঋণ বিতরণ, সনদপত্র বিতরণ করা হয়। এছাড়া সামাজিক কর্মকান্ড ও স্বেচ্ছাসেবামুলক কাজে যুবদের ভুমিকা শীর্ষক জনসচেতনতামুলক প্রশিক্ষণ এবং শিকারীকান্দা যুব প্রশিক্ষণ কেন্দ্রে বৃক্ষরোপন, পোনা মাছ অবমুক্তকরণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়।