স্টাফ রিপোর্টার, ধোবাউড়া (ময়মনসিংহ) :
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার বাঘবেড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে পাঁচ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে ও বর্তমান মেম্বার আশিকুজ্জামান সুজনের বিচারের দাবিতে প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে।
প্রতিবাদ সভায় বক্তাগন পারিবারিক ঝগড়াকে রাজনৈতিক রং দিয়ে স্বার্থ হাসিলের চেষ্টা করায় আশিকুজ্জামান সুজনের প্রতি তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। এলাকাবাসী জানায়, রবিবার রাতে মাছ ধরার জাল নিয়ে চন্ডিরকান্দা গ্রামের দুই ভাই রতন ও বজলুর মধ্যে ঝগড়া ও মারামারি হয়।
মেম্বার প্রার্থী আশিকুজ্জামান সুজন ঘটনাটিকে রাজনৈতিক রং দিয়ে প্রতিদন্দ্বী প্রার্থী ইজ্জত আলীকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় করতে রতনের পিতা হাফিজ উদ্দিনকে প্রলুব্ধ করে থানায় একটি মিথ্যা অভিযোগ করায়।
পরে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করে ইউএনও বরাবর অভিযোগ প্রদান করে সুজন মেম্বার। সুজন মেম্বারের এ ধরনের তৎপরতার বিরুদ্ধে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মহব্বত আলী, উপজেলা আওয়ামীলীগের সদস্য ও মেম্বার প্রার্থী ইজ্জত আলী, মামলার ১ নাম্বার আসামি বাবুল মিয়া প্রমুখ।