গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের গৌরীপুরে ‘গ্রামীণ নারীদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে উদ্যোক্তা তৈরি ও তাদের ক্ষমতায়ন’ কর্মসূচীর অধিনে বুধবার (৩ নভেম্বর/২০২১) উপজেলা পরিষদ পাবলিক হলে ভাসমান শাক-সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়। ইন্টিগ্রেটেড সোসাইটি পর রেইজ অব হোপ (রিশ) নামক এনজিও ব্যবস্থাপনায় প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান।
অনুষ্টানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ। স্বাগত বক্তব্য রাখেন ইন্টিগ্রেটেড সোসাইটি পর রেইজ অব হোপ (রিশ) এর চেয়ারম্যান মো. ইউসুফ আকন্দ মজিবুর। সঞ্চলনা করেন (রিশ) এর এক্সিকেটিব ডিরেক্টর মো. রিয়াদ সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার সুলতানা বেগম আকন্দ, গৌরীপুর মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক মো. রইছ উদ্দিন প্রমুখ।