রফিক বিশ্বাস, তারাকান্দা :
নাটোরের লালপুরের এক কিশোরী (১৭) প্রেমের টানে পালিয়ে তারাকান্দায় এসে প্রতারণার শিকার হয়েছে। গতকাল বৃহস্পতিবার ওই কিশোরীকে তারাকান্দা থানা-পুলিশ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নাটোরের লালপুর উপজেলার একটি গ্রামের ওই কিশোরী গত ১০ নভেম্বর সকালে ফুফুর বাড়ি যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। পরের দিন একটি ফোন নম্বর থেকে তার বাবাকে ফোনে বলা হয়, ‘আপনার মেয়ে তারাকান্দার পাগুলী গ্রামে অবস্থান করছে। ওই মেয়ে আমার শালার সঙ্গে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক করে চলে এসেছে।’
ফোনে তাদের বিয়ে দেওয়ার খরচ বাবদ ২০ হাজার টাকা বিকাশের মাধ্যমে পাঠাতে বলে। ফোনে আরও বলা হয়, ‘আমার শালা বর্তমানে সেনাবাহিনীতে চাকরি করে। সে ভালো ছেলে। এই কথা বিশ্বাস করে মেয়ের বাবা ১৭ হাজার টাকা বিকাশের মাধ্যমে পাঠিয়ে দেন। গত ১৩ নভেম্বর আবার এক লাখ টাকা দাবি করে মেয়েকে সেখান থেকে নিয়ে যেতে বলেন।’
তারাকান্দা থানার ওসি আবুল খায়ের বলেন, ‘ছেলের ভগ্নিপতি মেয়েটিকে এক ইউপি চেয়ারম্যানের কাছে রেখে যায়। পরে চেয়ারম্যান থানায় নিয়ে আসেন। পুলিশ পরিবারের লোকজনের নিকট মেয়েকে হস্তান্তর করেন।’