আলী কায়সার তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার তাড়াইল-সাচাইল সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের স্থগিত কেন্দ্রের ভোট পুনরায় অনুষ্ঠিত হয়েছে। এতে ১২শ’ ৭ ভোট পেয়ে মোরগ প্রতীকে বিজয়ী হয়েছে হারুল মিয়া।
জানা যায়, গত ১১ নভেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনে তাড়াইল-সাচাইল সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে সাধারণ (পুরুষ) সদস্য পদে দু’জন সমান ভোট পায়। ফলে ওই পদে কাউকেই বিজয়ী ঘোষণা করা হয়নি। বুুুধবার (২৪ নভেম্বর) ওই ইউনিয়নের ভেরনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এতে ২হাজার ১৩জন ভোটার
তাদের ভোট প্রয়োগ করেছেন। মোরগ প্রতীকে হারুল মিয়া ১২শ’ ৭ভোট পেয়েছে। বল প্রতীকে ফাইজুল ইসলাম পেয়েছে ৭শ ৯৪ ভোট। অবৈধ ঘোষণা করা হয়েছে ১২টি ভোট।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, গত ১১নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ভেরনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২ হাজর ৯৬৯ জন ভোটার এর মধ্যে ২হাজার ১১০জন তাদের ভোট দিয়েছিলেন। এর মধ্যে ৪৭টি ভোট অবৈধ ঘোষণা করা হয়। অবশিষ্ট ২ হাজার ৬৩ ভোটের মধ্যে সাধারণ পুরুষ সদস্য দুই প্রার্থী হারুল মিয়া (মোরগ প্রতীকে) ৮শত ১৫ ভোট পেয়েছিলেন এবং ফাইজুল ইসলাম (ফুটবল প্রতীকে) ৮শত ১৫ ভোট পেয়েছিলেন। ফলে ভোট সংখ্যা সমান সমান হওয়ায় কাউকেই বিজয়ী ঘোষণা করেননি নির্বাচন কর্মকর্তা।
উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা এনামুল হক বলেন, গত ১১নভেম্বর দুইজন ইউপি সদস্য পুরুষ প্রার্থী সমান ভোট পাওয়ায় নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী বুধবার ২৪ নভেম্বর ওই ১টি কেন্দ্রে আবারও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী প্রার্থী হারুল মিয়া পেয়েছে ১২শ ৭ ভোট এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফাইজুল ইসলাম পেয়েছে ৭শ ৯৪ভোট।