ঈশ্বরগঞ্জে কৃষি বিভাগের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত: ৭:৪০ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০২১

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)সংবাদদাতা :
বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় “ ২০২১-২২ অর্থবছরে প্রণীত কর্মপরিকল্পনা ঈশ্বরগঞ্জ উপজেলায় বাস্তবায়ন কৌশল নির্ধারণ শীর্ষক ” অবহিতকরণ কর্র্র্শশালা অনুষ্ঠিত হয়েছে।

শস্যের নিবিড়তা ও বিন্যাসের উপর গুরুত্বারোপ করে বুধবার উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক কৃষিবিদ মো. জিয়াউর রহমান ।

কারিগরি সেশন পরিচালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাধন কুমার গুহ মজুমদার। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. আব্দুল মাজেদ। কৃষি সম্প্রসারন কর্মকর্তা ফারজানা আজাদ সুমির সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোসা. হাফিজা জেসমিন ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ কে এম ফরিদউল্লাহ্ ।

ময়মনসিংহের উপ-পরিচালক মো. মতিউজ্জামানের সভাপতিত্বে কর্মশালায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন তারুন্দিয়া ইউপি চেয়ারম্যান মো. আব্দুল হালিম,উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. আব্দুল হাদী,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুনায়েদুল ইসলাম ভূঞা সুমন ,প্রেসক্লাব সভাপতি নীলকণ্ঠ আইচ মজুমদার,সাংবাদিক রতন ভৌমিক, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোর্শেদ আলী খান ও কৃষক মো. আব্দুস সালাম। এসময় অন্যদের মধ্যে অতিরিক্ত কৃষি কর্মকর্তা নুসরাত জামান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা টিটুন বিশ্বাস, উপ-সহকারী কৃষি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভাগীয় কর্মকর্তা ও কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন।