বাকৃবিতে সাংবাদিকদের গ্লোবাল এগ্রিকালচারাল রিপোর্টিং শীর্ষক প্রশিক্ষণ শুরু

প্রকাশিত: ৭:৪৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০২১

বাংলাদেশ কৃষিবিশ্ববিদ্যালয় প্রতিনিধি :

বাংলাদেশ কৃষিবিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের জন্য আট দিনব্যাপী ট্রেইনিং অনমর্ডন ফারমিং এন্ড গ্লোবাল এগরিকাল্চারাল রিপোর্টিং শীর্ষক প্রশিক্ষণ কোর্স ০২ ডিসেম্বর ২০২১ বৃহস্পতিবার বিকাল ৩ ঘটিকায় উদ্বোধন করেন বাংলাদেশ কৃষিবিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. লুৎফুল হাসান।

ইন্টারডিসিপ্লিনারি ইনস্টিটিউট ফর ফুডসিকিউরিটি (আইআইএফএস) এর পরিচালক প্রফেসর ড. ফরিদা ইয়াসমীন বারি এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরোও উপস্থিত ছিলেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট এর মহাপরিচালক এবং বাকৃবি’র সম্মানিত সিন্ডিকেট সদস্য ড. ইয়াহিয়া মাহমুদ, বাকৃবি ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. এ.কে.এম.জাকির হোসেন, বাকৃবি শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ আসলাম আলী, প্রক্টর প্রফেসর ড.মুহাম্মদ মহির উদ্দীন।


আইআইএফএস এর সহযোগী প্রফেসর ড. রাখী চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাওর ও চর উন্নয়ন ইনস্টিটিউট এর পরিচালক প্রফেসর ড .এম. এ. ছালাম, পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক প্রফেসর ড. মোঃ হারুন-অর-রশিদ, ইন্টারন্যাশনাল ডেস্ক এর পরিচালক প্রফেসর ড. মুহাম্মদ মাহফুজুল হক, প্যারাসাইটোলজি বিভাগের প্রফেসর ড. মোঃ সহিদুজ্জামান সহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ এবং বাকৃবি সাস সভাপতি আবুল বাশার মিরাজসহ বাকৃবি সাসএর সাবেক ও বর্তমান সাংবাদিকবৃন্দ।