ফুলপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত

প্রকাশিত: ৪:৫১ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২১
মোঃ মিজানুর রহমান আকন্দ (ফুলপুর,ময়মনসিংহ) :
ময়মনসিংহের ফুলপুরে ৭৩তম আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে। “নির্যাতনকারী নিপাত যাক, নির্যাতিতরা অধিকার ফিরে পাক” এ প্রতিপাদ্যে দিবসটি পালন করা হয়। এ উপলক্ষ্যে ১০ ডিসেম্বর শুক্রবার সকাল ১১ টায় উপজেলা মানবাধিকার কমিশনের উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার ববি, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ন আহ্বায়ক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান হাবিব, ফুলপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, গ্রামাউসের নির্বাহী পরিচালক আব্দুল খালেক, ফুলপুর প্রেসক্লাব সভাপতি নাজিম উদ্দিন, সিনিয়র সাংবাদিক নুরুল আমিন, উপজেলা মানবাধিকার কমিশন সভাপতি মোঃ আব্দুল্লাহ্ প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক বিল্লাল হোসাইন, সিনিয়র সাংবাদিক এটিএম রবিউল করিম, সাংবাদিক মোস্তফা খান, নাফিউল্লাহ সৈকত, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ফুলপুর উপজেলা শাখার সভাপতি মিজানুর রহমান আকন্দ, অর্থ ও দপ্তর বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, সম্মানিত সদস্য উজ্জল চৌধুরীসহ উপজেলা মানবাধিকার কমিশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে মানবাধিকারে বিশেষ অবদান রাখার জন্য কয়েকজন অতিথিকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।