ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)সংবাদদাতা :
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় ডিজিটাল দিবস উদযাপিত হয়েছে। ডিজিটাল বাংলাদেশের সাফল্য ও অর্জন উপস্থাপন, তথ্যপ্রযুক্তি ব্যবহারে সচেতনতা বৃদ্ধিকরণ, তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন ভবিষ্যৎ প্রজন্ম সৃষ্টিতে উদ্ভুতকরণ, আইসিটি শিল্প বিকাশে গবেষণা ও উদ্ভাবনে উদ্ভুতকরণ, ডিজিটাল সক্ষমতা উন্নয়ন এবং তথ্যপ্রযুক্তি খাতে অনন্য অবদানের জন্য স্বীকৃতি প্রদানের উদ্দেশ্যে প্রতিবছর ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপিত হয়ে থাকে।
“ ডিজিটাল বাংলাদেশের অর্জন উপকৃত সকল জনগণ” এ প্রতিপাদ্যের আলোকে রোববার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে স্থাপিত বঙ্গবন্ধুর মুর্যালে পুষ্পস্তবক অর্পণের পর বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে।
এছাড়াও স্কুলের শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক, উপস্থিত বক্তৃতা, আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. হাফিজা জেসমিনের সভাপতিত্বে আলোচনার শুরুতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঈশ্বরগঞ্জ সরকারি কলেজের আইসিটি বিভাগের প্রভাষক আনিসুর রহমান। একাডেমিক সুপারভাইজার আবু হানিফা মো. আসাদুজ্জামানের সঞ্চালনায় ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অগ্রগতি ও সম্ভাবনা নিয়ে বক্তব্য রাখেন কৃষি কর্মকতা সাধন কুমার গুহ মজুমদার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের মিয়া, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল হাদী, প্রেসক্লাব সভাপতি নীলকন্ঠ আইচ মজুমদার, উপজেলা প্রকৌশলী তৌহিদুল ইসলাম, হিসাবরক্ষণ কর্মকর্তা গোলাম মেহেদী, প্রভাষক সাইদুল ইসলাম। আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।