স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের আকুয়া মারকাজে শুক্রবার থেকে তিন দিনব্যাপী তাবলিগের জোর ইজতেমা শরু হয়েছে। আগত জোর ইজতেমার মুসুল্লীদের চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য ডিএইচএমএস ডক্টরস এসোসিয়েশন ময়মনসিংহ বিভাগের উদ্যোগে তিনদিনব্যাপী ফ্রি হোমিও চিকিৎসা সেবা প্রদান করে আসছে।
ডিএইচএমএস ডক্টরস এসোসিয়েশন ময়মনসিংহ জেলার সহযোগিতায় ২৪ ঘন্টা ফ্রি হোমিও চিকিৎসা সেবা দিয়ে প্রদান করছেন ডিএইচএমএস ডক্টরস এসোসিয়েশন ময়মনসিংহ বিভাগের সভাপতি ডাঃ পিকে রাউত রঞ্জন, সাধারণ সম্পাদক ডাঃ মোঃ রফিকুল ইসলাম, ডা: হাবীবুর রহমান হাবীব, ডা: আজহারুল ইসলাম তালুকদার, মো: এইচ এম জিয়াউর রহমান, ডা: মো: রুকুনুজ্জামান (রোকন), ডা: মো: রফিকুল ইসলাম, ডা: শ্রী ভবতোশ চন্দ্র কর্মকার, ডা: নুরে আলম সিদ্দিক, ডা: মোঃ জাফর আলী সহ বিজ্ঞ হোমিও চিকিৎসকগন।
ফ্রি হোমিও চিকিৎসা সেবা বিষয়ে ডিএইচএমএস ডক্টরস এসোসিয়েশন ময়মনসিংহ বিভাগের সভাপতি ডাঃ পিকে রাউত রঞ্জন জানান, তাবলিগের জোর ইজতেমা ময়দানে আগত মুসুল্লীদের সাধারণত জ্বর, মাথাব্যাথা, পেটের সমস্যাসহ বিভিন্ন শারীরিক সমস্যার প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য ফ্রি হোমিও ঔষধ ও ব্যবস্থাপত্র দেওয়া হচ্ছে। ফ্রি হোমিও চিকিৎসা বিশেষ দোয়া মাহফিল পর্যন্ত চলবে।
উেেল্লখ্য, জোড় ইজতেমায় ১৭টি জেলা অংশ নিচ্ছে। ঢাকা কাকরাইল শুরার মাশওয়ারায় সিদ্বান্ত অনুযায়ী ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোণা, গাজীপুর, কিশোরগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ, নাটোর, সিরাজগঞ্জ, পাবনা,বগুড়া, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম এবং লালমনিরহাট জেলার সর্বস্তরের আলেম-ওলামারা উপস্থিত রয়েছেন।