তারাকান্দায় হামলা ভাংচুর লুটপাট ও বৃক্ষ কর্তনের অভিযোগ

প্রকাশিত: ৫:১০ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২২
তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় গোপালপুর গ্রামে বসত বাড়ীতে হামলা ভাংচুর লুটপাট ও বৃক্ষ কর্তনের অভিযোগ পাওয়া গেছে।
সরেজমিন গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, উপজেলার গোপালপুর গ্রামে  আসামী পক্ষের বসত বাড়ীতে হামলা চালিয়ে ৬ লক্ষ ৬৫ হাজার টাকার মালামাল লুটসহ তিনটি টিনসেট ঘর ভাংচুরের ঘটনা ঘটে। গত ৯ জানুয়ারী সকাল ৬ টায় হতে দুপুর ১২.টায় পর্যন্ত  হামলা ও ভাংচুর হয়।
এ ব্যাপারে মোঃ রজব আলী’র স্ত্রী মোছাঃ আমিনা খাতুন বাদী হয়ে, আব্দুল মালেক, রুহুল আমিন, নূরুল আমিনসহ ২৩ জনের নাম উল্লেখ  ও অজ্ঞাত আরো ২০/২৫ জনের বিরোদ্ধে তারাকান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে আমিনা খাতুন জানান, গোপালপুর গ্রামের পাশের বাড়ীর রুহুল আমিনের মেয়ে তানজিলা আক্তার’র সাথে আমার ছেলে নজরুল ইসলাম আজাদ ‘র সাথে বিগত ৯/৪/২০২১ইং তারিখে রেজিষ্ট্রি কাবিন মূলে ২য় বিবাহ হয়। বিবাহের পর স্বামী স্ত্রী ময়মনসিংহ শহরে বলাশপুর এলাকায় জৈনক আলাল উদ্দিনের বাসায় ভাড়াটিয়া হিসাবে বসবাস করত। আমার ছেলে ব্যবসায়ীক কাজে ৩ দিনের জন্য ময়মনসিংহ জেলার বাহিরে গেলে, বিগত ০৮/০১/২০২২ ইং তারিখে তানজিলা আক্তার বলাশপুর ভাড়াটিয়া বাসার বিতর থেকে দরজা আটকিয়ে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। ওই ঘটনাকে কেন্দ্র করে আমার বসত বাড়ীতে হামলা চালিয়ে ঘরের আসবাপত্র ফ্রিজ, টিভি, স্বণালংকার, গবাদিপশু, ফিসারির সেচ পাম্পসহ পানি খাওয়ার টিউবয়েলটি পর্যন্ত গাড়ী দিয়ে নিয়ে গেছে।
ওদের ভয়ে বাড়ী থেকে পালিয়ে বেড়াছেন পরিবার।
এ বিষয়ে সদর ইউপি চেয়ারম্যান খাদেমুল আলম শিশির বাড়ী ঘরে হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করে জনান, এইটা হত্যা না আত্মহত্যা ময়না তদন্তের উপর নির্ভর করছে।
এ ব্যাপারে তারাকান্দা থানার অফিসার ইনচার্জ  আবুল খায়ের জানান, অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।