মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি :
ওয়ার্ল্ডভিশন বাংলাদেশের ৫০বছর পূর্তিতে ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ মুক্তাগাছার উদ্যোগে সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে।
করোনার বিধি মেনে মঙ্গলবার সকালে মুক্তাগাছা উপজেলার শহীদ হযরত আলী মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মনসুর এর সভাপতিত্বে উদযাপনে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরব আলী।
বিশেষ অতিথি ও অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মুর্শিদা আক্তার কাকলী, সহকারী কমিশনার (ভূমি) রোমানা রিয়াজ, ওয়ার্ল্ডভিশন জামালপুর এরিয়া কো-অর্ডিনেশনের সিনিয়র ম্যানেজার রাজু উইলিয়াম রোজারিও, ওয়ার্ল্ডভিশন মুক্তাগাছার এপি ম্যানেজার ন¤্রতা হাউই, মুক্তাগাছা থানার ওসি (তদন্ত) মোঃ চাঁদ মিয়া, মুক্তাগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. ইদ্রিস আলী, সাংবাদিক মনোনেশ দাস, ফেরদৌস আলম, ফেরদৌস তাজ, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল জলিল, উপজেলা পরিষদের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ, ইয়থ ফোরামের সদস্যবৃন্দ প্রমূখ।
বিভিন্ন উদ্যোগ ও উদ্দেশ্যে নিয়ে ওয়ার্ল্ডভিশন যেন মানুষের পাশে দাঁড়াতে পারে এ প্রত্যাশা নিয়ে সভাপতির বক্তব্যে ইউএনও আব্দুল্লাহ আল মনসুর বলেন, বিগত ৫০ বছর ধরে ওয়ার্র্ল্ডভিশন আমাদের সাথে আছে। আশা করি মহাকাল পর্যন্ত বাংলাদেশের সাথে থাকুক। আরো প্রত্যাশা করবো যে ভিশন নিয়ে তারা মুক্তাগাছায় আসছে তাদের সে ভিশন সম্পূর্ণ হবার পর ওয়ার্ল্ডভিশন অবশ্যই মুক্তাগাছাকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে।
অনুষ্ঠানে কেক কাটা, আলোচনা, সহভাগিতা, ওয়ার্ল্ডভিশনের অগ্রযাত্রার প্রামাণ্যচিত্র ও ৫০ বছর উদযাপনের মূল সংগীত পরিবেশিত হয়।