গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা : ময়মনসিংহের গফরগাঁওয়ে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে সুফলভোগী মহিষ খামারীদের তিনদিন ব্যাপী প্রশিক্ষন কর্মশালা শুরু হয়েছে।
বুধবার (২৬ জানুয়ারি) সকালে উপজেলা প্রাণীসম্পদ দপ্তরের প্রশিক্ষণ হল রুমে এই প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ ওয়াহিদুল আলম। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ আরিফুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা প্রাণীসম্পদ দপ্তরের ফিল্ড এ্যাসিট্যান্ট অফিসার ঝুমু খান। প্রশিক্ষণে ৩০ জন মহিষ খামারী অংশগ্রহন করছেন।