গফরগাঁওয়ে নারী উদ্যোক্তারা পেলেন সন্মননা

প্রকাশিত: ৬:৫৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২২

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা : ময়মনসিংহের গফরগাঁওয়ে ২০ জন নারী উদ্যোক্তাকে সন্মাননা দেওয়া হয়েছে। উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি), স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির ( জাইকা) সহযোগিতায় গফরগাঁও উপজেলা পরিষদ এ সন্মননা প্রদান করে।

এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের প্রশিক্ষন রুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র এসএম ইকবাল হোসেন সুমন, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সারোয়ার সুলতান আহমেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহিদা ফেরদৌসি, প্রেসক্লাব সভাপতি ও লংগাইর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন বিপ্লব, জাইকার প্রতিনিধি নিশাত মুনীর। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি ও সভাপতি সফল নারী উদ্যোক্তাদের হাতে সন্মননা ক্রেষ্ট তুলে দেন।