শাহ্ আলম ভূঁইয়া, নিজস্ব প্রতিবেদক, নান্দাইল :
ময়মনসিংহের নান্দাইলে সড়ক দুর্ঘটনায় মোরসালিন (৬) নামের এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার কানুরামপুর -ত্রিশাল আঞ্চলিক সড়কের মোয়াজ্জেমপুর ইউনিয়নের চেয়ারম্যান তাছলিমা আক্তার শিউলির বাড়ির সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত মোরসালিন ঈশ্বরগঞ্জ উপজেলার মগটুলা ইউনিয়নের নাউরি গ্রামের মোবারক মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, সোমবার বিকেলে মোরসালিন তার বাবা মোবারক মিয়ার সাথে কানুরামপুর সুরেশ ডাক্তারের বাড়িতে ঔষধ নিতে আসে। ঔষধ নিয়ে ডাক্তারকে টাকা দেওয়ার সময় মোরসালিন রাস্তা পার হয়ে অটোতে উঠতে যাবে এমন সময় দ্রুত গতির একটি ট্রাক মোরসালিনকে চাপা দেয়। এতে মোরসালিন ঘটনাস্থলেই মারা যায়। তবে ঘাতক ট্রাকটি পালিয়ে যাওয়ার সময় ঈশ্বরগঞ্জ থানা পুলিশ ট্রাকটিকে আটক করে থানায় নিয়ে যায়।
নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ বলেন, দুর্ঘটনায় ব্যাপারে আমাদের কাছে কেউ আসেনি। নিহতের বাড়ি ঈশ্বরগঞ্জ উপজেলা হওয়ায় লাশ পরিবারের লোকজন নিয়ে গেছে।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের মিয়া বলেন, যেহেতু ঘটনাস্থল নান্দাইল উপজেলায় তাই নিহতের পরিবার যদি কোন আইনি ব্যবস্থা নিতে যায় তাহলে নান্দাইল থানায় নিতে হবে। ঘটনার খবর পেয়ে আমরা ট্রাকটিকে আটক করে থানায় নিয়ে এসেছি।