শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি :
শেরপুরের শ্রীবরদীতে বসত ঘর তৈরিকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই আশরাফুল ইসলাম দুলাল (৫০) নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার (০৯ মার্চ) সকালে উপজেলার রাণীশিমুল ইউনিয়নের রাণীশিমুল হিন্দুপাড়া গ্রামে। নিহত আশরাফুল ইসলাম দুলাল ওই গ্রামের মৃত আব্দুস ছালামের ছেলে। এলাকাবাসি ঘাতক বড় ভাই আমিনুল ইসলাম বেলাল (৬০) কে আটক করে পুলিশের নিকট সোপর্দ করেছে। এঘটনায় শ্রীবরদী থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।
এলাকাবাসি সূত্রে জানা গেছে, বুধবার সকালে আশরাফুল ইসলাম দুলাল তার পৈতৃক ভিটায় বসত ঘর তৈরি করতে যায়। এসময় ঘাতক বড় ভাই আমিনুল ইসলাম বেলাল দুলালকে ঘর তুলতে বাঁধা দেয়। এতে উভয়ের মধ্যে বাক বিতন্ডা ও মারপিট শুরু হয়। এক পর্যায়ে আমিনুল ইসলাম বেলাল দুলালের শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্র দ্বারা আঘাত করে। এতে সে গুরুতর আহত হয়। পরে এলাকাবাসি তাকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এঘটনায় জেলা হাসান নাহিদ চৌধুরী ঘটনাস্থল পরিদর্শণ করেছে। এব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস জানান, এব্যাপারে একটি মামলার প্রস্তুতি চলছে। আমিনুল ইসলাম দুলাল নামে এক জনকে আটক করা হয়েছে।