ময়মনসিংহে গৃহকর্মী শিশুশ্রম নিরসনে মাঠ পর্যায়ে করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

প্রকাশিত: ৮:৪১ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২২

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহে গৃহকর্মী শিশুশ্রম নিরসনে মাঠ পর্যায়ে করণীয় শীর্ষক দিনব্যাপী সেমিনার নগরীর আসপাডা ট্রেনিং একাডেমীতে বুধবার ১৬ মাচ অনুষ্ঠিত হয়।

তৃণমুল উন্নয়ন সংস্থা ময়মনসিংহ আয়োজনে এবং শাপলানীড় বাংলাদেশ এর সহয়োগিতায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শফিকুল ইসলাম। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, শিশুদের শিশু শ্রম বন্ধ করতে হলে আগে নিজেকে শিশু শ্রম বন্ধ করতে হবে। আমার প্রত্যেকেই যদি শিশুকে শ্রমে না নিয়ে তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেই তাহলেই দেশ থেকে শিশু শ্রম বন্ধ করা সম্ভব হবে।
তিনি আরো বলেন, গৃহকর্মীদের সরকার নির্ধারিত আইন অনুযায়ী সুযোগ সুবিধা দিতে হবে। শিশু ও গৃহকর্মীদের ন্যায অধিকার দিতে হবে, তাহলেই সমাজে পরিবর্তন আসবে, দেশ এগিয়ে যাবে।


গৃহকর্মী শিশুশ্রম নিরসনে মাঠ পর্যায়ে করণীয় শীর্ষক সেমিনার শাপলানীড় বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর তোমোকো উচিয়ামা’র সভাপতিত্বে এবং তৃণমুল উন্নয়ন সংস্থা ময়মনসিংহ এর নির্বাহী পরিচালক খন্দকার ফারুক আহম্মেদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক ফেরদৌসী বেগম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অফিসার মোঃ শফিউল হক, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ বাবুল হোসেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার নাসিমা খাতুন।

সেমিনার শুরুতে মুল প্রবন্ধ উপস্থাপনা করেন শাপলানীড়ের প্রোগ্রাম অফিসার মাহফুজা পারভীন। এসময় গৃহকর্মী শিশুশ্রম নিরসনে মুক্ত আলোচনা করেন ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলনের সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা নুরুল আমিন কালাম, জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক কাজী আজাদ জাহান শামীম, টিইউসির ফয়জুর রহমান, মাহবুব বিন সাইফ, সাংবাদিক নিয়ামুল কবির সজল, নারী উদ্যোক্তা আইনুনাহার, সাংস্কৃতিক আবুল মুনসুর সহ এনজিও কর্মী, শিক্ষক, মসজিদের ইমাম প্রমুখ।

সেমিনারে সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তি, জিও এবং এনজিও প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, ধর্মীও প্রতিষ্ঠানের প্রধানগণ অংশগ্রহণ করেন।

সভাপতির বক্তব্যে শাপলানীড় বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর তোমোকো উচিয়ামা বলেন, শাপলানীড়ের হেড অফিস জাপানের টোকিওতে, বাংলাদেশে ১৯৭২ সাল থেকে বাংলাদেশে কান্ট্রি অফিস হিসেবে কাজ করে যাচ্ছে। বর্তমানে গৃহকর্মী শিশুশ্রম নিরসনে শাপলানীড় কাজ করছে। গৃহকর্মী শিশুশ্রম বন্ধ করতে হলে মা-বাবাকে সচেতন হতে হবে। সরকারের পাশাপাশি জিও এনজিও এবং গণমাধ্যমকে এগিয়ে আসতে হবে।