ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের ধোবাউড়ায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলায় দর্শনার্থীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের (টিডব্লিওএ) স্টল। স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষদের বিভিন্ন ঐতিহ্যবাহী পণ্যের সমাহার দেখতে স্টলটিতে ভীড় করছেন সর্বস্তরের মানুষ।
বুধবার দুপুরে সরেজমিনে মেলায় গিয়ে দেখা যায়, স্টলটিতে দকমান্দাসহ গারো সম্প্রদায়ের মানুষের বিভিন্ন ঐতিহ্যবাহী পোষাক, হাতের কাজের পার্স, মানিব্যাগ, কাগজের ফুল, বিভিন্ন প্রকার পিঠা, বিন্নি ধানের চালসহ হরেক রকম পণ্যের পসরা সাজিয়ে বসে আছেন ধোবাউড়া টিডব্লিওএ-এর চেয়ারম্যান এডুওয়ার্ড নাফাক। এ সময় সেক্রেটারি একজিবিশন বনোয়ারীসহ টিডব্লিওএ-এর স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মেলায় আসা দর্শনার্থীরা স্টলটিতে ভীড় করছিলেন।
এডুওয়ার্ড নাফাক বলেন, আমাদের আদিবাসীদের ঐতিহ্য তুলে ধরার একটি সুযোগ এই মেলা। দর্শনার্থীরাও আমাদের ঐতিহ্য সম্পর্কে জানতে আগ্রহী।