হালুয়াঘাটে রাস্তার নিন্মমানের কাজের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ৮:৫১ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০২২
????????????????????????????????????

এম.এ খালেক হালুয়াঘাট :
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার শাকুয়াই ইউনিয়নের ভাট্টা বাজার হতে বানুয়াপাড়া পর্যন্ত প্রায় ২ কিলোমিটার নির্মানাধীন পাকা রাস্তায় নিন্মমানের সামগ্রী ব্যবহার করে কাজ করার অভিযোগ এনে এলাকাবাসীর ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ মার্চ) সকালে নির্মানাধীন ঐ রাস্তায় শতাধিক লোকের উপস্থিতিতে মানবন্ধনটি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন মো. ইউনুস আলী, শামছুল ইসলাম, তাইজ উদ্দিন, রুবেলসহ এলাকার গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ।

এ সময় বক্তব্যে স্থানীয় রুবেল হোসেন বলেন, রাস্তা যেভাবে করার কথা ছিলো তা করা হয়নি। আমরা এ বিষয়ে উপজেলা প্রকৌশলীকে অবগত করলেও সারা পাইনি। এখানে নিন্মমানের শুর্কি ব্যবহার করে কাজ হচ্ছে। ফলে রাস্তার স্থায়িত্ব কম হবে। আমরা প্রশাসনের কাছে জোড় দাবী জানাই তদন্ত করে নিন্মমানের শুর্কি অপসারণ পূর্বক ভালো শুর্কি দিয়ে রাস্তার কাজ সম্পন্ন করা হয়।

মো. ইউনুছ আলী বলেন, ঠিকাদারেরা আমাদের বাধা সত্যেও খারাপ শুর্কি দিয়ে রাস্তার কাজ করছে। আমাদের কথা শুনে না। আমরা চাই নিন্মমানের শুর্কির ব্যবহার বন্ধ হোক। এখানে উপজেলা প্রকৌশলীর কার্যালয় থেকেও কেউ তদারকি করেনা।

রাস্তার ঠিকাধারী প্রতিষ্ঠান তমাল ট্রেডিং এর কর্ণধার আসাদ মিয়া মঠোফোনে বলেন, ওয়াক ওর্ডার অনুযায়ী রাস্তার কাজ চলমান রয়েছে। স্থানীয় এলাকাবাসী যে অভিযোগ করেছেন তা সত্য নয়।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রকৌশলী মো. মাহফুজুর রহমান এ প্রতিবেদককে বলেন, মানববন্ধনের বিষয়ে আমরা অবগত রয়েছি। তদন্ত পূর্বক এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, উপজেলা প্রকৌশল অধিদপ্তরের তত্বাবধানে তমাল ট্রেডিং ঠিকাধারী প্রতিষ্ঠান ১ কোটি ৮১ লক্ষ টাকা ব্যায়ে রাস্তার নির্মাণ কাজ শুরু করে। যা বর্তমানে চলমান রয়েছে।