মাদ্রাসার ছাত্র বলাৎকারে শিক্ষক ধোবাউড়ায় র‌্যাবের হাতে গ্রেফতার

প্রকাশিত: ৮:৪২ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২২

স্টাফ রিপোর্টার : ঢাকার সাভারে রাজাশন বিরুলিয়া নুরানী তালিমুল কোরআন মাদ্রাসার ছাত্র বলাৎকারের ঘটনায় শিক্ষক ময়মনসিংহের ধোবাউড়া থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৪। র‌্যাব ৫ এপ্রিল ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানা বাঘড়া এলাকা থেকে অভিযুক্ত আলাামিন হাসান সাইমকে গ্রেফতার করে।

র‌্যাব-১৪ জানায়, গত ইং০১/০৪/২০২২ খ্রি.তারিখে “সাভার মডেল থানাধীন রাজাশন বিরুলিয়া নুরানী তালিমুল কোরআন মাদ্রাসায় ০১ জন শিশু বলাৎকার হয়েছে এই মর্মে সংবাদ পাওয়া যায়। উক্ত সংবাদ পাওয়ার পরপরই র‌্যাব ছায়া তদন্ত শুরু করে।

পরবর্তীতে র‌্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখার বিশেষ তৎপরতায় জানা যায় যে, আসামী ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানা বাঘড়া এলাকায় আত্মগোপনে আছে। উক্ত সংবাদ প্রাপ্তির পরপরই র‌্যাব-১৪ এর একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে এবং পলাতক আসামীকে ০৫/০৪/২০২২খ্রি.তারিখে গ্রেফতার করতে সক্ষম হয়। উল্লেখ্য, অভিযুক্ত আলাামিন হাসান সাইম সাভারের রাজাশন বিরুলিয়া বোর্ডের নুরানী তালিমুল কোরআন মাদ্রাসায় শিক্ষকতা করতেন। ভিকটিম একই মাদ্রাসার আরবি বিভাগের নাজেরা শ্রেণীতে লেখাপড়া করতেন। ভিকটিম ঐ মাদ্রসার আবাসিক এ থাকতেন যার ফলে ধৃত আসামী ভিকটিমকে দেখাশুনা করতেন। ভিকটিম (১০)কে গত ইং ০১/০৪/২০২২খ্রি. তারিখ রাত্রি আনুমানিক ০২.৪০ রাজাশন বিরুলিয়া নুরানী তালিমুল কোরআন মাদ্রাসা ভবনের দ্বিতীয় তলার ভিকটিমের শয়ন কক্ষে প্রবেশ করে বলাৎকার করে।

এব্যাপারে ভিকটিমের মা বাদী হয়ে নারী ও শিশুনির্যাতন দমন আইন২০০০ (সংশোধনী/০৩) এর ৯(১)মামলাদায়েরকরেন। সাভারমডেল থানার মামলা নং-১১, তারিখ-০৩/০৪/২০২২ খ্রি. ধারা-নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ দমনআইন ২০০০ (সংশোধনী/০৩) এর ৯(১)। ধৃত আসামীকে সাভার মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান।