নান্দাইলে ডাকাতির প্রস্তুতিকালে ধারালো অস্ত্র ও টাকাসহ ৭জন আটক

প্রকাশিত: ৯:৪২ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০২২

নিজস্ব প্রতিবেদক, নান্দাইল :

ময়মনসিংহের নান্দাইলে ডাকাতির প্রস্তুতিকালে ধারালো অস্ত্র ও নগদ টাকাসহ ৭জন আটক করেছে থানা পুলিশ।

শনিবার দিবাগত রাতে উপজেলার মধ্যবাঁশহাটি গ্রামে নান্দাইল – কেন্দুয়া সড়কের পাশে একটি ফিশারিজে অভিযান চালিয়ে ৭জনকে আটক করা হয়েছে।

এসময় আটককৃতদের কাছ থেকে ২টি কিরিছ, ২টি দা, ২টি চাইনিজ চাকু, ১টি কুড়াল, ৬টি এন্ড্রয়েড মোবাইল, ১০টি বাটন মোবাইল,ও আনুষাঙ্গিক অন্যান্য জিনিস সহ নগদ ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন নান্দাইল উপজেলার গাংগাইল ইউনিয়নের মহাদেবপুর গ্রামের মৃত ওয়াহেদ আলীর পুত্র আবু জাহেদ, চন্ডীপাশা ইউনিয়নের বাশঁহাটি গ্রামের আব্দুস সাত্তারের পুত্র শাহ আলম কিবরিয়া, ইব্রাহিম আকন্দের পুত্র সাকিব আকন্দ, আবিদ হোসেনের পুত্র খলিলুর রহমান, সাইদুল ইসলামের পুত্র হৃদয় হাসান, আবুল কাশেমের পুত্র নাইমুল ইসলাম ও মুজিবুর রহমানের পুত্র জাহাঙ্গীর আলম।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ বিষয়টি নিশ্চিত করে জানান,আটককৃতরা ওই ফিশারিজের দলবদ্ধ হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক জাবেদ এর নেতৃত্বে একটি টিম ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র সহ ৭ জনকে আটক করে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।