ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা :
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ছাত্রলীগের নেতাদের উপর পুলিশের হামলা ও বেধরক লাঠিচার্জ করায় ঈশ্বরগঞ্জ থানার ওসি, ওসি (তদন্ত) ও এসআই রেজাউলসহ ঘটনার সাথে সংশ্লিষ্টিদের অপসারণ ও শাস্তির দাবীতে ছাত্রলীগ ও অঙ্গসংগনের নেতৃবৃন্দ মানববন্ধন ও অবরোধ কর্মসূচী পালন করেছে।
রোববার দুপুরে উপজেলা পরিষদের সম্মুখে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের উপর এ কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন প্রধানমন্ত্রীর উন্নয়নে বিএনপি জামাত দিশেহারা হয়ে নানা ইস্যুতে সরকার বিরোধী আন্দোলন শুরু করেছে। তারই ধারাবাহিকতায় ঈশ্বরগঞ্জ বিএনপি শনিবার চরণিখলা উচ্চ বিদ্যালয় মাঠে ইফতারের নামে সরকার বিরোধী আন্দোলন কর্মসূচী গ্রহণ করে। সেখানে নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দেওয়ায় ছাত্রলীগ যুবলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ স্টেশান রোডে এক বিক্ষোভ মিছিল বের করে।
মিছিলটি চরণিখলা উচ্চ বিদ্যালয়ের সম্মুখে পৌঁছলে বিএনপির কর্মীরা পুলিশের উপস্থিতিতে শান্তিপূর্ণ মিছিলের উপর ইট পাটকেল নিক্ষেপ করে। এতে ছাত্রলীগ ও যুবলীগের কর্মীদের মাঝে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয় এবং বিএিনপি কর্মীদের সাথে বিশৃংখলার সূত্রপাত হয়। এসময় ওসি আব্দুল কাদের মিয়া, ওসি (তদন্ত) শেখ জহিরুল ইসলাম মুন্না , এসআই রেজাউলসহ সঙ্গীয় ফোর্সরা বিএনপি কর্মীদের প্রতিহত না করে ছাত্রলীগ যুবলীগ নেতাকর্মীদের উপর হামলা চালিয়ে লোহার রড় দিয়ে বেধরক পিটিয়ে আহত করে। হামলায় যুবলীগের চারজন নেতাকর্মী আহত হয়। অনুষ্ঠিত মানববন্ধনে বিএনপির মদদপুষ্ট এসব পুলিশ কর্মকর্তা কর্মচারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও প্রত্যাহারের দাবী জানানো হয়। অবিলম্বে প্রত্যাহার করা না হলে আওয়ামীলীগ যুবলীগ ছাত্রলীগ কঠোর কর্মসূচী ঘোষণা করবে বলে বক্তরা জানান।
মানববন্ধন চলাকালে নেতৃবৃন্দ সড়ক অবরোধ করে রাখায় সড়কের দুপার্শ্বে ব্যাপক যানজটের সৃষ্টি হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. হাফিজা জেসমিন সেখানে উপস্থিত হয়ে বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা পূর্বক দাবী বাস্তবায়নের আশ্বাস প্রদান করলে নেতৃবৃন্দ অবরোধ তুলে নেন। মানববন্ধনে উপস্থিত ওসি প্রত্যাহারের দাবীতে উপজেলা ছাত্রলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান একেএম ফরিদুল্লার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম, যুগ্ম-সম্পাদক জয়নাল আবেদীন, বজলুর রহমান, কৃষি বিষয়ক সম্পাদক মনসুর আহমেদ, জেলা স্বেচ্ছাসেবলীগের সদস্য শরীফুজ্জামান আকন্দ রানা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুনায়েদুল ইসলাম ভূইয়া সুমন, স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-আহবায়ক সামি উসমান গনি, শহীদুল ইসলাম মঞ্জু, মৎস্যজীবীলীগের আহবায়ক তরিকুল ইসলাম বাবুল প্রমুখ।